দেশের সবচাইতে বড় বীমা কোম্পানি লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এলআইসি (LIC) দেশবাসীর জন্য অনেক সময় এমন বহু যোজনা বা স্কিম নিয়ে আসে, যেখানে আপনি কিছু টাকা বিনিয়োগ করলে একটা সময় পর সেখান থেকে আপনি এতো পরিমাণ টাকা পাবেন যে,আপনি সেই টাকা গুনতে গুনতে হাঁপিয়ে উঠবেন। কোনো কাজ না করে টাকা বাড়ানোর সবচাইতে ভালো উপায় হলো আপনার হাতে টাকা কোনো ভালো জায়গায় বিনিয়োগ করে সেখান থেকে তার লাভ তুলে নেওয়া। এলআইসিতে এই ধরনের বহু স্কিম রয়েছে যেখানে আপনি খুবই অল্প সময়ের জন্য টাকা বিনিয়োগ করে সেখান থেকে প্রচুর পরিমাণে লাভের টাকা তুলে নিতে পারেন। আজকের এই প্রতিবেদনে আপনাদের সঙ্গে LIC-এর সেরকমই একটা স্কিম সম্পর্কে তথ্য শেয়ার করবো।।
অল্প সময়ের জন্য টাকা বিনিয়োগ করে সেখান থেকে ভালো পরিমাণ টাকা রিটার্ন হিসেবে পাওয়ার জন্য এলআইসিতে যেসব পলিসি রয়েছে,তার মধ্যে অন্যতম হলো এলআইসি আধার শিলা পলিসি (LIC Aadharshila Policy)। এলআইসি আধার শিলা পলিসিতে আপনি সর্বনিম্ন ৭৫ হাজার টাকা এবং সর্বোচ্চ ৩ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন। অর্থাৎ এখানে ধনী-গরিব সকলেই টাকা বিনিয়োগ করে ভালো পরিমাণ টাকা লাভ হিসেবে তুলে নিতে পারবে। আপনি চাইলে এখানে সর্বনিম্ন দশ বছরের জন্য এবং সর্বোচ্চ কুড়ি বছরের জন্য টাকা জমা করতে পারবেন।।
এলআইসি আধার শিলা পলিসিতে টাকা রাখার জন্য বা এই পলিসিটির লাভ ওঠানোর জন্য আপনার বয়স ১৮ থেকে ৫৫ বছরের মধ্যে থাকতে হবে। এখানে আপনি সর্বনিম্ন ৭৫ হাজার টাকা এবং সর্বোচ্চ তিন লক্ষ টাকা ১০ বছর অথবা কুড়ি বছরের জন্য জমা করতে পারবেন।। আপনি যদি এখানে ২০ বছরের জন্য বীমা কিনতে চান তাহলে আপনাকে এখানে ৪ লক্ষ ২৯ হাজার ৩৯২ টাকা জমা করতে হবে। যখন আধার শিলা পলিসির সময়সীমা পূরণ হবে, তখন আপনি এখান থেকে মোট ৭ লক্ষ ৯৪ হাজার টাকা ফেরত পাবেন।। অর্থাৎ যদি আপনি মাত্র ৪ লক্ষ ২৯ হাজার টাকায় কুড়ি বছরের জন্য এই আধার শিলা পলিসি কিনে নেন, তাহলে এর সময়সীমা পূর্ণ হওয়ার পর আপনি এখান থেকে প্রায় ৩,৭০,০০০ টাকা শুধুমাত্র লাভ হিসেবেই পাবেন।। তাই যদি আপনি এই প্রকল্পের লাভ তুলতে চান,তাহলে কোনো এলআইসি এজেন্টের সঙ্গে কথা বলতে পারেন।