এটা এখন সবাই জানেন যে,প্যান কার্ডের (pan card) সঙ্গে আধার কার্ড লিঙ্ক করানো না থাকলে আপনাকে একহাজার টাকা জরিমানা দিতে হবে। কিন্তু প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্কের বিষয়টি ছাড়াও আরো একটি বিষয় আপনার জেনে রাখা অত্যন্ত প্রয়োজন। যদি আপনি প্যান কার্ড সংক্রান্ত এই নিয়মটি না জেনে থাকেন এবং এই ভুলটি করে থাকেন, তাহলে আপনাকে ১০ হাজার টাকা জরিমানা তো দিতেই হবে, সেই সঙ্গে আপনাকে কঠিন শাস্তিও ভোগ করতে হতে পারে। বড়ো কথা হলো- আপনাকে এই ১০ হাজার টাকা জরিমানা দেওয়া থেকে আপনি কেউ বাঁচাতে পারবে না। সুতরাং আপনার সেই কোন ভুলের জন্য আপনাকে ১০ হাজার টাকা জরিমানা করা হতে পারে? জানতে হলে আজকের এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ে দেখুন।
কোন ভূলের জন্য আপনাকে আয়কর বিভাগ ১০ হাজার টাকা জরিমানা করতে পারে সেটা জানার আগে আপনাকে প্যান কার্ড সম্পর্কে একটু জেনে নিতে হবে। প্যান কার্ড এর মানে হচ্ছে পার্মানেন্ট একাউন্ট নাম্বার। এখন এই নাম্বারের ভিত্তিতেই আয়কর বিভাগ আপনার সমস্ত অর্থনৈতিক লেনদেন সংক্রান্ত তথ্য রেকর্ড করে রাখে।। যেহেতু আপনার আধার কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে প্যান কার্ডের লিঙ্ক রয়েছে, সেই কারণে আয়কর বিভাগ খুব সহজেই আপনার যাবতীয় অর্থনৈতিক তথ্য জানতে এবং সংগ্রহ করে রাখতে পারে। এই পযর্ন্ত প্যান কার্ড নিয়ে কোনো ভয় থাকেনা। কিন্তু কিছু লোক প্যান কার্ড নিয়ে এমন এক ভুল করে ফেলে, যার তাকে ১০,০০০ টাকা জরিমানা ধার্য করা হয়।।
কোন ভুলের জন্য ১০,০০০ টাকা জরিমানা হতে পারে??
একজন ব্যক্তির প্রকৃত আয় ও অর্থনৈতিক লেনদেনের রেকর্ডের রাখার জন্য একটামাত্র প্যান কার্ড থাকা দরকার। কিন্তু অনেকেই আছেন যারা আয়কর বিভাগের কাছ থেকে নিজের সঠিক আয় এবং অর্থনৈতিক লেনদেনের রেকর্ড লুকিয়ে রাখতে চায়। তারা এই কাজ করার জন্য সামান্য কিছু ভুল তথ্য দিয়ে নিজের নামের দ্বিতীয় বা ডুপ্লিকেট প্যান কার্ড বানিয়ে নেয়। কিন্তু এই কাজ করা বা একজন ব্যক্তির কাছে একাধিক প্যান কার্ড এবং প্যান নম্বর থাকা আয়কর আইনের ২৭২বি ধারা অনুযায়ী কাছে কঠোরভাবে নিষিদ্ধ। যদি আপনি নিজের ইচ্ছাতে ডুপ্লিকেট প্যান কার্ড (duplicate PAN card) বানিয়ে থাকেন তাহলে আপনাকে ১০ হাজার টাকা জরিমানা দিতেই হবে, সেই সঙ্গে আপনার কঠিন শাস্তিও হতে পারে। এছাড়াও যদি আপনার নামে ডুপ্লিকেট প্যান কার্ড ভুল করে চলে আসে, তাহলে সেটা আপনাকে জমা করতে হবে। যদি এটা না করেন তাহলেও আপনাকে ১০ হাজার জরিমানা দিতে হতে পারে। তাই যদি আপনার প্যান কার্ড থেকে থাকে তাহলে এই ভুল করা থেকে সাবধান থাকবেন।।