অনেকেরই কাছেই ছেঁড়াফাটা নোট থাকে, নোট ছেঁড়া হওয়ার কারণে সেই নোট বাজারে চালাতে গিয়ে অসুবিধার মধ্যে পড়তে হয় অনেককে। আর এই নোট ব্যাংকে নিয়ে গেলেও অনেক সময় ব্যাংক ছেড়া নোটের পরিবর্তে নতুন নোট দিতে অস্বীকার করে। সাধারণত যাদের কাছে প্রচুর ছেঁড়াফাটা নোট থাকে এমন মানুষদেরই ছেঁড়াফাটা নোট পাল্টে নতুন নোট দিয়ে থাকে ব্যাংক গুলো। তবে এবার থেকে আর ছেঁড়াফাটা নোট নিয়ে অসুবিধার মধ্যে পড়তে হবে না আপনাকে। আপনার কাছে ১০ টাকা, ২০ টাকা কিংবা ৫০ টাকার একটি ছেঁড়াফাটা নোট থাকলেও সেই নোট পাল্টে নতুন কড়কড়ে নোট আপনাকে দেবে ব্যাংক।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, দেশের দ্বিতীয় বৃহত্তম ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (PNB) নিয়ে এসেছে তাদের গ্রাহকদের জন্য এক দারুণ সুযোগ। এবারে আপনার কাছে যদি পুরোনো ছেঁড়াফাটা নোট থাকে তাহলে সেই নোট বদলে আপনি নিতে পারবেন নতুন নোট। এছাড়াও আপনার যদি নতুন ও কড়কড়ে নোট সংগ্রহের নেশা থাকে আপনি চাইলে তাও যে কোন PNB ব্রাঞ্চে গিয়ে তা কিনতে পারবেন। ভারতীয় রিজার্ভ ব্যাংক তথা RBI একটি টুইট বার্তায় জানিয়েছেন যে, শুধু PNB নয় বরং যে কোন ব্যক্তি যে কোন ব্যাংকে গিয়েই সেই ব্যাংকের ব্রাঞ্চ থেকে নতুন নোট কেনা এবং পুরনো ছেঁড়াফাটা নোটের বদলে নতুন নোট নিতে পারবেন। আর এই অফারটি শুরু হচ্ছে তৃতীয়া থেকে এবং চলবে টানা ৫ দিন।
জানিয়ে দেই যে, ডিজিটাল যুগে অনেকেই অনলাইনে নতুন নোট কেনা বেচা করে থাকেন। সেখানে 20 টাকার 100টি নোটের দাম প্রায় 2500 টাকা। 100 টাকার এক বান্ডিল নোটের দাম 12,000 টাকা এবং 200 টাকার নোটের একটি বান্ডিল প্রায় 23,000 টাকায় পাওয়া যায়। এ ছাড়া নতুন নোট কিনতে গেলে শিপিং চার্জও নেওয়া হয় গ্রাহকদের কাছ থেকে।