Wednesday, September 18, 2024

বিবাহিত মহিলাদের মধ্যে রয়েছে প্রচুর চাহিদা! এই ব্যবসা একবার পেতে বসলে মাসে আয় লক্ষাধিক টাকা

আজকে আবারও আপনাদের সঙ্গে একটা নতুন Small Business Idea শেয়ার করতে যাচ্ছি। যারা খুব কম পুজিঁ বা মুলধন নিয়ে ব্যবসা শুরু করতে চাইছেন, যেই ব্যবসায় প্রতিযোগিতা কম, লাভ বেশি হবে,তাদের জন্য আজকের এই প্রতিবেদন।। আজকের এই প্রতিবেদনে আপনাদের সঙ্গে একটি ছোট ব্যবসার আইডিয়া সম্পর্কে আলোচনা করব যে ব্যবসাটা আপনি খুবই স্বল্প পরিমাণ মুলধন দিয়ে শুরু করতে পারেন। সঙ্গে এই ব্যবসা থেকে অল্প সময়ের মধ্যেই মাসে ৩০ থেকে ৪০ হাজার এবং চাইলে মাসে লাখ টাকাও খুব সহজে রোজগার করতে পারবেন। কী সেই ছোট ব্যবসা? কী করে শুরু করবেন? শুরু করতে কত টাকা প্রয়োজন?কেমন রোজগার হবে- এইসমস্ত তথ্য জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ে দেখুন।

Small Business Idea In Bengali : 

আমাদের দেশে আপনি হয়তো এমন মেয়ে খুঁজেই পাবেন না যে কখনো টিপ বা বিন্দি ব্যবহার করেনি। আসলে টিপ বা বিন্দি (bindi) এমন একটা জিনিস যা প্রত্যেকটা ভারতীয় নারী, মেয়ে এবং বিবাহিত মহিলারা কপালে পড়ে থাকেন। আর এর চাহিদা কখনো কমবে না। আমাদের দেশে টিপের এই চাহিদাই ব্যবসার ক্ষেত্রে একটা বড়ো দরজা খুলে দেয়। টিপের ব্যবসা যারা করেন, তাদেরকে নাতো খুব বেশি পরিমাণ টাকা খরচ করতে হয় আর নাতো বাজারে খুব বেশি প্রতিযোগিতারও সামনা করতে হয়। যার কারণে তারা অল্প সময়ের মধ্যেই টিপের ব্যবসা থেকে ভালো পরিমাণ লাভ করে থাকেন। তাই যদি আপনি নিজের এলাকাতে টিপের ব্যবসা শুরু করতে পারেন তাহলে বলাই যায় সেখানেও আপনাকে বিন্দুমাত্র প্রতিযোগিতার সামনা করতে হবে না। আর অল্প সময়ের মধ্যে আপনি টিপের ব্যবসা থেকে প্রচুর পরিমাণে রোজগার করতে পারবেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

টিপের ব্যবসা থেকে কত টাকা রোজগার হয়? 

Bindi business idea

প্রথম প্রথম যখন আপনার ব্যবসা শুরুর পথে থাকবে, তখন স্বাভাবিক ভাবেই আপনার মাসিক রোজগার কম থাকবে। কিন্তু যখন আপনার ব্যবসা আপনার এলাকায় প্রসারিত হবে এবং যত বেশি মাল সাপ্লাই দিতে পারবেন, আপনার লাভ ততই বেশি হবে। তবে একটা ধারণা পাওয়ার জন্য বলাই যায় যে- টিপের ব্যবসা থেকে আপনি শুরু থেকেই অনায়াসে মাসে ৩০ থেকে ৪০ হাজার টাকা রোজগার করতে পারবেন যদি আপনি খুব বেশি পরিমাণে মাল সাপ্লাই দিতে পারেন। আর যদি আপনি কম পরিমাণ সেল করতে পারেন তাহলেও মাসে ১৫-২০ হাজার টাকা রোজগার হয়ে যাবে।।

টিপের ব্যবসা শুরু করার জন্য কত টাকা প্রয়োজন?

টিপের ব্যবসা আপনি খুবই অল্প পরিমাণ মুলধন থেকে শুরু করতে পারেন। যেহেতু এই ব্যবসা করার জন্য আপনার বিভিন্ন ধরনের উপকরণ বা কাঁচামাল প্রয়োজন হবে, যেমন- মখমল কাপড়, আঠা, ক্রিস্টাল, পুঁতি ছোটখাটো বিভিন্ন ধরনের মেশিন তাই এই সমস্ত উপকরণ কেনার জন্য আপনার ১৫ থেকে ২০ হাজার টাকা প্রথম দিকে খরচ হয়ে যাবে। বলা ভালো,যদি আপনার মূলধন বেশি থাকে তাহলে আপনি অটোমেটিক মেশিনও কিনে নিতে পারেন। যদি সবকিছু আপনার ঠিকঠাক মনে হয় তাহলে আপনি অবশ্যই টিপেরব্যবসা শুরু করতে পারেন।।

আপনার জন্য
WhatsApp Logo