Saturday, December 21, 2024

একটি বিক্রি হয়েছে ৫ লাখে! আপনার কাছেও এই নোট থাকলে হবেন লাখপতি, বিক্রি করুন এ জায়গায়

অনেকেই বড়লোক হওয়ার জন্য লটারি কেটে থাকেন। তবে সবার ভাগ্যে লটারিতে টাকা জেতা লেখা থাকে না। তবে আজ আমরা আপনাদেরকে বলতে যাচ্ছি লটারির থেকেও বড় কিছু, যাতে আপনি এক ধাক্কায় উপার্জন করতে পারবেন ৫ লাখ টাকা। তবে এতে লটারি কেটে না বাধার মতো কোন প্রকার কোন ঝুঁকি নেই। কারণ আমরা আপনাদেরকে বলছি পুরোনো নোটের বিষয়ে। পুরোনো নোট আপনার কাছে থাকলে তা আপনি বিক্রি করে অনায়াসেই ইনকাম করতে পারবেন ৪-৫ লাখ টাকা। তবে নোট বিক্রির সঠিক স্থান আগে জানতে হবে আপনাকে। এবং সেই সাথে আপনার ওই পুরনো নোটে থাকতে হবে বিশেষ কিছু চিহ্ন। তাহলেই আপনি সেই নোট বিক্রি করতে পারবেন। চলুন আজ এই বিষয়েই বলবো আপনাদের।

আপনি হয়তো জেনে থাকবেন যে, পুরনো নোটের আসলে কোন সরকারি ভাবে দাম হয়না। আসলে মানুষ শখের বসে সেগুলো উচ্চ দাম দিয়ে কিনে থাকেন। তাই নোট যত পুরনো এবং তাতে যতো বিশেষত্ব থাকবে সেই নোটের মূল্য বেশি হবে। তাই আপনার কাছে যদি এই মুহূর্তে এমন কোন নোট থেকে থাকে যাতে লেখা আছে 786 এমন সংখ্যার নোটের প্রচুর দাম রয়েছে। অথবা আপনার কাছে যদি পুরনো ২০০ টাকার এমন নোট থেকে থাকে যাতে সংখ্যা লেখা ১,৫,১০,২০,৫০,১০০ তাহলেও এমন নোট আপনি বিক্রি করে লাখপতি হতে পারবেন। জানিয়ে দেই যে, কয়েক মাস আগেই এমন একটি খবর সামনে এসেছিল, যেখানে এক ব্যক্তি তার কাছে থাকা পুরনো একটি নোট বিক্রি করেছেন ৫ লাখ টাকায়। যদিও এর সত্যতা আমরা যাচাই করিনি। তবে পুরনো নোট যে বিক্রি হয় এটা ১০০% সত্য। তাই আপনার কাছে যদি কোন পুরোনো নোট থাকে সেটা আপনি কোথায় বিক্রি করবেন তাই আজ আমরা বলবো আপনাদের।

786 old note

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

পুরোনো নোট বিক্রি করার জন্য আপনাকে এদিক ওদিক ধাক্কা খেতে হবে না। আপনার কাছে যদি মোবাইল ফোন থেকে থাকে তাহলে Quikr সাইটে গিয়ে একজন নোট বিক্রেতা হিসেবে নিজেকে নিবদ্ধ করতে হবে। এরপর সেই নোটের ছবি পোস্ট করতে হবে আপনাকে, যেই নোটটি আপনি বিক্রি করতে চাইছেন। আর এভাবেই পুরনো নোট বিক্রি হবে আপনার। তবে জানিয়েছে রাখি যে, নোটের গায়ে 786 এই সংখ্যাটি খুবই গুরুত্বপূর্ণ মুসলিম সম্প্রদায়ের জন্য। কারণ এটি অত্যন্ত শুভ বলে মনে করেন তাঁরা। তবে এই নোট ১০০ শতাংশ আসল নোট হতে হবে এবং নোটের গায়ে অশোকস্তম্ভের ছবি থাকতে হবে, তাহলেই এই নোট আপনি উচ্চ দামে বিক্রি করতে পারবেন।

আপনার জন্য
WhatsApp Logo