আধারের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করানোর একটি সময় সীমা বেঁধে দিয়েছিল কেন্দ্রীয় সরকার। কিন্তু দেশের কোটি কোটি মানুষ কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে কর্ণপাত করেনি একেবারেই। কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আগে ৩১ মার্চ ২০২৩ ছিল আধার-প্যান লিঙ্ক করানোর শেষ তারিখ। এই তারিখের মধ্যে আধার-প্যান লিঙ্ক না করালে ১ মার্চ থেকে বাতিল হয়ে যেত প্যান কার্ড। সাথে ছিল ১০,০০০ টাকা জরিমানা। তবে দেশের কোটি কোটি মানুষ আধার-প্যান লিঙ্কের শেষ ডেডলাইন জারি হওয়ার পরেও তারা কাজটি করেনি।
জানা গেছে, জনগনের এই অবহেলার কারণে সরকার বাধ্য হয়ে আঁধার-প্যান লিঙ্কের সময়সীমা বাড়িয়েছে। আধার-প্যান লিঙ্কের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে ৩০ জুন ২০২৩ পর্যন্ত। যদিও আধার-প্যান লিঙ্কের ফাইন বাবদ ১০০০ হাজার টাকা এখনো ছাড় দেওয়া হয়নি, মনে করা হচ্ছে সেই টাকা দিতেই হবে আপনাকে। তবে এর মধ্যে আধার-প্যান লিঙ্ক নিয়ে একটি গুরুত্বপূর্ণ খবর সামনে আসছে।
জানা গেছে যে, অনেকেই আধার-প্যান লিঙ্কের নামে লোক ঠকাচ্ছেন। প্রয়োজনের চেয়ে বেশি টাকা চার্জ করছেন কেউ কেউ। আর এই অভিযোগ পেয়েই আধার-প্যান লিঙ্কের সময়সীমা বৃদ্ধি করেছে কেন্দ্র সরকার। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে প্রায় ১৩৫ কোটি নাগরিকের কাছে আধার কার্ড ও প্রায় ৪৫ কোটি মানুষের কাছে প্যান কার্ড আছে। কিন্তু শুধুমাত্র ৪৮ কোটি মানুষই আধার-প্যান লিঙ্ক করিয়েছেন। আর বাকি ৯৮ কোটি মানুষ এখনও করাননি আধার-প্যান লিঙ্ক! সরকার জানিয়েছে, এই ৯৮ কোটি মানুষের জন্যই আধার-প্যান লিঙ্কের মেয়াদ ৩১ মার্চ থেকে বাড়িয়ে ৩০ জুন পর্যন্ত করা হয়েছে। আবার আধার-প্যান লিঙ্কের নামে যারা জনগণকে লুঠছে তাদেরও শায়েস্তা করতে বাড়ানোর হয়েছে আধার-প্যান লিঙ্কের সময়সীমা। কারণ মানুষ সময় চলে যাবার ভয়ে আধার-প্যান লিঙ্ক করাতে ছুটে যেতেন তাদের কাছে আর তারাও যেখানে কাজটি করতে হয়তো ২০ থেকে ৩০ টাকা লাগতো সেখানে চার্জ করছে ১০০ টাকা।