মোবাইল ফোন ব্যবহারের দিক থেকে ভারত পুরো বিশ্বের মধ্যে দ্বিতীয় স্থানে অবস্থান করছে। অপরদিকে ভারতের মানুষ যে সংখ্যাক মোবাইল ফোন ব্যবহার করে সেই সংখ্যক জনসংখ্যা বোধহয় অনেক অনেক দেশেও নেই। আর মোবাইল ফোন চালাতে গেলে অবশ্য সিম কার্ডের প্রয়োজন পড়ে। সিম কার্ড ছাড়া এক কথায় বলতে গেলে মোবাইল ফোন অচল। অনেকের কাছে তাই তো দুটি কিংবা তিনটি করে সিম কার্ড থাকে।
তাই তো সিম কার্ড নিয়ে একটি নতুন নির্দেশিকা জারি করলো ভারতের টেলিকম রেগুলেশন অথরিটি অফ ইন্ডিয়া (TRAI)। যেই নির্দেশিকা যদি না মানা হয় তাহলে ২ বছরের জন্য ব্লক হতে পারে যে কারো ফোন নম্বর। তাই এটা অন্তত চিন্তার বিষয় যে আপনিও যদি এমন ভুল করেন তাহলে আপনারও ফোন নম্বর বন্ধ হতে পারে। এমনকি আপনি আর ভবিষ্যতে কোন সিম কার্ড নিজের নামে ইস্যু করতে পারবেন না। তাই TRAI- এর তরফ থেকে কি নির্দেশিকা জারি করা হয়েছে সময় থাকতে চলুন জেনে নিই।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, TRAI ভারতে সমস্ত টেলি সংস্থা কম্পানি গুলোর সাথে একটি আলোচনা বৈঠকে বসেছিল। সেখানে TRAI জানায় যে এবার থেকে যারা Spam Call কিংবা Spam SMS করবে তাদের উপর উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। ব্যবস্থা স্বরূপ Spam Call কিংবা Spam SMS করা ব্যক্তিদের মোবাইল নম্বর ২ বছরের জন্য ব্লক করে দেওয়া হবে। পাশাপাশি ঐ ব্যক্তি আর কখনোই নিজের নামে কোন সিম কার্ড ইস্যু করতে পারবেন না। TRAI জানায় যে, ভারতের এমন বহু সংস্থা রয়েছে যারা কিনা পাবলিক ফোন নম্বর দিয়ে বিভিন্ন মানুষকে Spam Call কিংবা Spam SMS করে। তাই এবার থেকে এমন ফোন নম্বরের উপর গুরুতর ব্যবস্থা গ্ৰহন করেন TRAI।
Spam Call ঠেকানোর জন্য গত ২৩ ফেব্রুয়ারি টেলিকম সংস্থাগুলির সঙ্গে একটি বৈঠক করে TRAI। সেই বৈঠকে TRAI আরও জানায় যে, শুধু Spam Call নয় ভারতে এমন আরো বহু সংস্থা আছে যারা কিনা মানুষকে ব্যাঙ্কিং/ ইনসুওরেন্স/ ফাইন্যান্সিয়াল প্রডাক্ট/ ক্রেডিট কার্ড, শিক্ষা, স্বাস্থ্য, অটোমোবাইল, কমিউনিকেশন/বিনোদন/সম্প্রচার এবং আইটির জন্য কল করে থাকে। TRAI জানায় যে এগুলোও Spam Call এর আওতার মধ্যে পড়ে। এবং এদের উপরও উপযুক্ত ব্যাবস্থা নেয়া হবে।