Wednesday, January 15, 2025

আজ থেকে বাদ চাকরির আশা, এই ব্যবসা করে মাসে আয় হবে ৬ লক্ষ টাকা! সাহায্য করবে খোদ সরকার

আপনি যদি নিজের একটা ব্যবসা শুরু করতে চান তাহলে এই প্রতিবেদনে আজ আপনাদেরকে একটি সেরা ব্যবসার (Business Idea) কথা বলবো। যেই ব্যবসা করে আপনি ইনকাম করতে পারবেন ৬ লক্ষ টাকা পর্যন্ত। এমনকি এই ব্যবসায় আপনাকে সহযোগিতা করবে খোদ সরকার। কি সেই ব্যবসা চলুন যেনে নেই।

অনেকেই আছেন যারা কিনা চাকরি-বাকরি পাচ্ছেন না। এদিকে বয়স হয়ে যাচ্ছে বিয়ের। বাড়িত থেকে বিয়ের চাপ দিচ্ছে, কিন্তু আর্থিক ভাবে সচ্ছল না হওয়া পর্যন্ত এই যুগে আপনার বিয়ে করাটা ঠিক হবে না। আজকাল জিনিসপত্রের যা দাম তা দেখতেই পাচ্ছেন। অপর দিকে আপনার যদি তেমন কোন ইনকাম না থাকে কিন্তু আপনি যদি বিয়ে করে ফেলেন তাহলে স্ত্রীর মেকআপ থেকে শুরু করে সাবান কেনা পর্যন্ত হিমশিম খাবেন। তাই যেই ব্যবসার কথা আজ আমরা আপনাদেরকে বলতে যাচ্ছি সেটা হলো সাবান তৈরির ব্যবসা। “হ্যা” ঠিকই শুনেছেন সাবানের ব্যাবসা করে আপনি মাসে ইনকাম করতে পারবেন ৬ লক্ষ টাকা। আর এই ব্যবসা শুরু করার জন্য খোদ সরকার সাহায্য করবে আপনাকে। তাহলে চিন্তা কিসের! সরকারের থেকে সাহায্য নিয়ে আজই শুরু করে দিতে পারেন সাবান তৈরির ব্যবসা। কিভাবে করবেন রইলো বিস্তারিত।

 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Top 5 business idea anytime

আপনি যদি সাবানের ব্যবসা করতে চান, তাহলে প্রথমে আপনাকে সাবানের ক্যাটাগরি নির্বাচন করতে হবে অর্থাৎ আপনি কী ধরনের সাবান বানাতে চান? যেমন ধরুন, লন্ড্রি সাবান, বিউটি সোপ, রান্নাঘরের ব্যবহৃত সাবান বা মেডিকেটেড সাবান। সাবান তৈরির ক্যাটাগরি নির্বাচন করে এরপর ব্যবসা শুরু করতে হবে আপনাকে। আপনি যদি ছোট এবং বড় উভয় স্তরেই এই ব্যবসা করতে চান তাহলে আপনাকে স্বল্প পরিসরে হস্তনির্মিত সাবান তৈরি করতে হবে এবং এই ব্যবসা বড় আকারে করতে চাইল আপনার স্বয়ংক্রিয় মেশিনের প্রয়োজন হবে। এরজন্য মেশিন সহ আপনার মোট খরচ হবে ১৫ লক্ষ টাকা। তবে ভর্তুকি দিয়ে সরকার ৩ মাসের মেশিন খরচ বহন করবে আপনার। এবং এই ব্যাবসা করার জন্য আপনার ৭৫০ বর্গফুটের জায়গার প্রয়োজন হবে।

সাবান তৈরির ব্যবসায় নেমে আপনি যদি ১ বছরে ৪ লক্ষ কেজি সাবান তৈরি করতে পারেন খরচ হবে ৪ লক্ষ টাকা টাকা। এতে সব খরচ বাদ দিলে অন্তত ৬ লাখ টাকা লাভ হবে আপনার। এবং প্রতি মাসে ৬০ হাজার টাকা ইনকাম হবে আপনার। জানিয়ে দেই যে, সাবানের বাজারে প্রচুর চাহিদা রয়েছে, তাই আপনার কাছাকাছি বাজারে কোন সাবানের চাহিদা বেশি তা খুঁজে বের করে সেই সাবান তৈরি করুন।

আপনার জন্য
WhatsApp Logo