আর মাত্র হাতেগোনা কয়েকটা দিন, শেষ হতে যাচ্ছে এপ্রিল মাস। আর এই এপ্রিল মাসের ৩১ তারিখের মধ্যে যদি আধার-প্যান লিঙ্ক না করানো হয় তাহলে বাতিল হবে প্যান কার্ড। করা হবে ১০,০০০ হাজার টাকা জরিমানা, বন্ধ হয়ে যাবে ব্যাংকের একাউন্ট সাথে মিলবে না কোন সরকারি প্রকল্পের সুবিধা। আর এই ভয়ে হয়তো অনেকেই ১০০০ টাকা ফাইন দিয়ে আধার-প্যান লিঙ্ক করাচ্ছেন বা কেউ হয়তো করাবেন বলে ভাবছেন। কিন্তু আধার-প্যান লিঙ্ক করাতে গিয়ে একপ্রকার সমস্যার মুখে পড়ছেন বহু মানুষ। আধার-প্যান লিঙ্ক হচ্ছে না।
আধার-প্যান লিঙ্ক হচ্ছে না বহু মানুষের। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও হচ্ছে না কাজ। এদিকে আবার সময় পেড়িয়ে আসছে। তাই গ্রাহকদের এই সার্ভার সমস্যা থেকে মুক্তি দিতে UIDAI লঞ্চ করেছে আধার-প্যান লিঙ্কের একটি নতুন পদ্ধতি। এবার থেকে ছোট ফোন দিয়েও একটি SMS পাঠিয়েও করা যাবে আধার-প্যান লিঙ্ক। এভাবে দিতে নাও হতে পারে ১০০০ টাকা জরিমানা। কিভাবে করবেন জানুন বিস্তারিত।
এভাবে ছোট দিয়ে SMS পাঠিয়ে করুন আধার-প্যান লিঙ্ক:
567678 বা 56161 – এই দুটো নম্বরের মধ্যে যে কোন একটিতে আপনাকে SMS পাঠাতে হবে। SMS এ লিখতে হবে <UIDPAN> space <Adhar Number> space <PAN Number>
জানিয়ে রাখি যে, আপনার যদি আগেই আঁধারে সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করা থাকে তাহলে আপনাকে তা দেখিয়ে দেবে। আর যদি না থাকে তাহলে লিঙ্ক হয়ে যাবে। তবে SMS এর মাধ্যমে আধার-প্যান লিঙ্ক করার সময় ১০০০ টাকা ফাইন দিতে হবে কিনা তা এখনও স্পষ্ট নয়। SMS পাঠানোর সময় payment করার কোন অপশন দেখা যায়নি।