Wednesday, September 18, 2024

আপনার অজান্তেই আপনার আধার কার্ড কোথায় কোথায় ব্যবহার করা হয়েছে? এভাবে ঘরে বসে দেখে নিন

বর্তমানে আধার কার্ড একটি গুরুত্বপূর্ণ নথিপত্র। এই আঁধার কার্ডের মাধ্যমে যে কোন প্রয়োজনীয় কাজ সারা হয়। আপনি ব্যাংকের অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে যে কোন সরকারি প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য আধার কার্ডের প্রয়োজন পড়ে। বলতে গেলে আধার একটি গুরুত্বপূর্ণ নথি। কিন্তু আপনি কি বলতে পারবেন আপনার আধার নম্বর ব্যবহার করে কেউ কোন অবৈধ কাজ-বাজ করছে নাতো? কিংবা আপনার আধার কার্ড আপনার অজান্তেই কেউ ব্যবহার করছে নাতো?

 

আমরা অনেক সময়ই অনেক কাজে অনেককে আধার কার্ডের জেরক্স দিয়ে থাকি। সরকারি সংস্থা হোক কিংবা বেসরকারি কোনো সংস্থা যে কোন কাজে আঁধার কার্ডের জেরক্স দিতে হয়। কিন্তু আপনি কি বলতে পারবেন তাদের মধ্যে এমন কোন অসৎ লোক নেই যিনি কিনা আপনার আধার নম্বর অন্য কাজে ব্যবহার করছেন না আপনার অজান্তেই? তাই এই বিষয়ে সতর্ক হওয়া জরুরী যে আপনার আধার কার্ড শুধু ব্যবহারযোগ্য আপনিই। তাই এখুনি ঘরে বসে জেনে নিন আপনার অজান্তেই আপনার আধার কার্ড কোথায় কোথায় ব্যবহার করা হয়েছে।

Addhar Card history check online

এভাবে ঘরে বসে আধার হিস্ট্রি চেক করুন:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

১)প্রথমে আপনাকে UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইট uidai.gov.in- যেতে হবে।

২) এরপর হোম পেজে My Aadhaar অপশনে সিলেক্ট করতে হবে আপনাকে।

৩) এবার সেখানে আপনার আধার নম্বর জিজ্ঞাসা করা হবে। আপনার 12 সংখ্যার আধার নম্বর লিখুন এবং তারপরে নিরাপত্তা কোডটি বসিয়ে দিন।

৪) এবার Send OTP- এতে ক্লিক করুন। আপনার রেজিস্টার করা ফোন নম্বরে একটি OTP পাঠানো হবে।

৫) তারপর আপনি প্রমাণীকরণের ধরণ দেখতে পারবেন, যেখানে আপনি আপনার জনসংখ্যা, বায়োমেট্রিক, ওটিপি নির্বাচন করতে পারেন। এর সাথে, আপনি আরও বিকল্প দেখতে পাবেন। আপনি যে ধরনের তথ্য পেতে চান তা নির্বাচন করুন।

৬) এরপরে ডেটা পরিসীমা নির্বাচন করুন, অর্থাৎ আপনি যে সময়ের তথ্য দেখতে চান (Addhar history) তা নির্বাচন করুন।

৭) এর পর আপনি আপনার স্ক্রিনে সম্পূর্ণ তথ্য পাবেন এবং এই পেজে ৫০টি রেকর্ড দেখা যাবে।

আপনার জন্য
WhatsApp Logo