হাতে সময় বেশি দিন আর নেই! ৩১ মার্চ ২০২৩ হচ্ছে আধার-প্যান লিঙ্ক করানোর শেষ তারিখ। এই তারিখের মধ্যে যদি আপনি আপনার আধারের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক না করান তাহলে ১ এপ্রিল থেকে আপনার প্যান কার্ডটি বাতিল এবং আপনাকে ১০ হাজার টাকা জরিমানা করা হবে। আর তাই জরিমানা এবং প্যান কার্ড বাতিলের খবর শুনে অনেকেই হয়তো আধার-প্যান লিঙ্ক করিয়ে নিয়েছেন সময় থাকতে থাকতে। কিন্তু এখনও এমন অনেক মানুষ আছেন যারা কিনা আধার-প্যান লিঙ্ক করাননি।
যারা এখনও আধার প্যান লিঙ্ক করাননি তাদের বলতে চাই, আপনি কি জানেন আধার-প্যান লিঙ্ক না করালে আপনি সরকার থেকে আর ২২টি প্রকল্পের সুবিধা নিতে পারবেন না। যদি এই প্রকল্প গুলোর সুবিধা ইতিমধ্যেই আপনি নিচ্ছেন তাহলে সেটাও বন্ধ হয়ে যাবে আগামী দিনে। তাই জেনি নিন কোন ২২ টি প্রকল্পের কথা বলা হয়েছে।
এই ২২ টি প্রকল্প আধার প্যান লিঙ্ক না করালে বন্ধ হয়ে যাবে:
১) কোন রকম কোন সঞ্চয় বা বিনিয়োগ করতে পারবেন না।
২) ব্যাংকে নতুন একাউন্ট খুলতে পারেন না।
৩) আয়কর ITR এবং ট্যাক্স ভরতে পারবেন না।
৪) প্যান আধার লিংক না থাকলে মিউচুয়াল ফান্ডে কোন রকম কোন টাকা বিনিয়োগ করতে পারবেন না।
[ আধার-প্যান লিঙ্কের পর আপনার প্যান কার্ডটি ইনঅ্যাক্টিভ হয়ে যায়নি তো? চেক করবেন কিভাবে জানুন]
৫) ব্যাংকে passbook আপডেট অথবা balance চেক করতে পারবেন না আধার-প্যান লিঙ্ক না করালে।
৬) কোন ব্যাংকে FD করতে পারবেন না।
৭) প্যান-আধার লিঙ্ক ছাড়া সেয়ার মার্কেট টাকা বিনিয়োগ করা অসম্ভব।
৮) নিজের নামে কোনরকম ট্রাস্ট বা এনজিও রেজিস্টার করতে বাঁধা হতে পারে।
৯) নিজের সম্পত্তি জায়গায় জমি, বাড়ি গাড়ি কেনা বেচা করতে পারবেন না।
১০) কোন প্রকার ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন না আধার-প্যান লিঙ্ক না থাকলে।
১১) বর্তমানে যারা সরকারি চাকুরে তারা নিজেদের পেনসন পেত সমস্যা হতে পারে আধার-প্যান লিঙ্ক না থাকলে।
১২) কোথাও কোন ডিমেট একাউন্ট খুলতে পারেন না।
১৩) নতুন চাকরিতে যোগ দেওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে।
১৫) সমস্ত ইন্সুরেন্সের কাজ স্তব্ধ হয়ে যাবে আপনার আধার-প্যান লিঙ্ক না থাকলে।
১৬) লোনের ক্ষেত্রে সমস্যা।
১৭) credit card এর জন্য আবেদন করতে পারবেন না। হয়তো বা credit card ব্যাবহারে সমস্যা তৈরি হতে পারে।
১৮) একসাথে ৫০০০- এর বেশি পেমেন্ট করতে এবং গ্রহণ করতে পারবেন না যদি না আধার-প্যান লিঙ্ক না থাকে।
১৯) ব্যাঙ্কের ড্রাফট এবং চেক সংক্রান্ত যে কোনো কাজে অসুবিধে হতে পারে আপনার আধার-প্যান লিঙ্ক ছাড়া।
২০) অনলাইন transaction বন্ধ হয়ে যাবে আপনার।
২১) অনলাইন কোন প্রকার কোন জালিয়াতি শিকার হলে এর দায়ভার কেউ নেবেন না।
২২) প্যান কার্ড বাতিল এবং টাকা তোলায় সমস্যা তৈরি হবে আধার প্যান লিঙ্ক না থাকলে।