Friday, October 18, 2024

Addhar এর পুরো অর্থ জানেন? কেউ জানতে চাইলে তাকে কি বলবেন? লজ্জায় পড়ার আগে জেনেনিন

যে কোন ভারতীয় (Indian) নাগরিকের জন্য আধার কার্ড একটি গুরুত্বপূর্ণ নথি। এটি ছাড়া বর্তমান সময়ে কোন কাজই সম্পুর্ন হয়না। যেমন ধরুন আপনি ব্যাংক একাউন্ট খোলার জন্য কোন এক ব্যাংকে গেলেন আবার চাকরি-বাকরি কিংবা যে কোন সরকারি প্রকল্পের সুবিধা নেয়ার জন্য আধার কার্ডের প্রয়োজন পড়ে। কিন্তু আপনি কি জানেন যেই আধার কার্ড ভারতীয়দের জন্য যখন এতোটা গুরুত্বপূর্ণ একটি নথি সেই আধারের পুরো অর্থ কি? কেউ এই ব্যাপারে আপনাকে কখনো জিজ্ঞেস করলে তাকে কি বলবেন ভেবে দেখেছেন কখনও? তাই লজ্জায় পড়ার আগে জেনে নিন আঁধারের পুরো অর্থ।

 

আধার কার্ড যেমন গুরুত্বপূর্ণ তেমনি প্যান কার্ডও খুবই গুরুত্বপূর্ণ নথি। যারা সরকারকে ট্যাক্স দেন তারা ভালো করেই জানেন প্যান কার্ডের গুরুত্ব কতটুকু। তাই আপনি হয়তো জানেন যে প্যান কার্ডের ফুল ফর্ম, পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর। তেমনি নিশ্চয়ই আধারেরও ফুল ফর্ম রয়েছে? কি বলে মনে হয় আপনার? চলুন জেনে নেয়া যাক।

[ বাসে নিশ্চয়ই চড়েছেন, কিন্তু জানেন কি বাসের বাংলা অর্থ কি? ১০০ শতাংশ মানুষই বলতে পারবে না ]

Addhar

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আসলে আধারের কোন ফুল ফর্ম নেই, তবে এর সংস্থা তথা UIDAI-এর ফুল ফর্ম হল রয়েছে যেমন, Unique Identification Authority of India, সংক্ষেপে UIDAI। অর্থাৎ Unique Identification Authority of India বা UIDAI-এর ভিত্তি হল Aadhaar নম্বর। চলুন জেনে নেওয়া যাক আধারের সমন্ধে কয়েকটি গুরুত্বপূর্ণ অজানা তথ্য।

 

আপনি হয়তো জানেন না যে, ভারতে প্রথম আধার পরিশেষে চালু হয়েছিল ২০১০ সালে। এবং ২০১০ সালের ২৯ সেপ্টেম্বর প্রথম আধার কার্ড জারি করা হয়েছিল মহারাষ্ট্রের নন্দারবারের এক বাসিন্দার নামে। আপনি কি জানেন ভারতে, ১০১৯ সালের রিপোর্ট অনুযায়ী এখন পর্যন্ত ১২০ কোটি আধার নম্বর জারি কারা হয়েছে। এবং সেই সাথে UIDAI – এর সদর দপ্তর অফিস অবস্থিত হচ্ছে নয়া দিল্লিতে।

আপনার জন্য
WhatsApp Logo