লক্ষ লক্ষ মানুষের মনের কথা শুনলো UIDAI, এবার আধারের এই কাজটি হবে সম্পুর্ন বিনামূল্যে! খুশি জনতা

আধার কার্ড, আজকের দিনে মানুষের সবচেয়ে বড় একটি পরিচয় পত্র। আপনি যেখানেই যান না কেন চাকরি বাকরি, এমনকি যে সংস্থার কাছে কোন কাজের জন্য গেলে সবার প্রথমে আপনার আধার কার্ডের প্রয়োজন পড়ে। বলতে গেলে আধার কার্ডের গুরুত্ব অপরিসীম।

 

হয়তো আপনি জানেন যে, কিছুদিন আগে UIDAI- এর তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। সেখানে বলা হয়েছিল যাদের ১০ বছরের পুরনো আধার কার্ড রয়েছে তাদের আধার কার্ড এবার আপডেট করতে হবে। অর্থাৎ আঁধার কার্ডে কোন ভুল জন্মতারিখ, ভুল নামের বানান, ভুল লিঙ্গ উল্লেখ, ভুল মোবাইল নম্বর এমনকি ভুল ঠিকানা, এগুলো সঠিক (Update) করতে হবে। এবং এজন্য আপনাকে আপনার নিকটবর্তী আধার সেন্টারে যেতে হবে। এবং আপনাকে তাদের টাকা দিয়ে আধার কার্ড আপডেট করতে হবে আপনাকে। যথাসম্ভব ৫০ থেকে ১০০ টাকা সার্ভিস লাগে আধার আপডেট করতে। যেটা কিনা অনেকের কাছেই দেওয়া খুব কঠিন হয়ে গিয়েছিল। এমনকি সার্ভিস চার্জ দেওয়ার ভয়ে কেউ নিজের আধার আপডেট করতো না।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

 

জানা গিয়েছে মানুষের এমন সমস্যা বুজে ১০ বছরের পুরনো আধার কার্ড আপডেট সম্পুর্ন বিনামূল্যে করে দিয়েছে UIDAI। তবে বিনামূল্যে আধার কার্ড আপডেশন চলবে সীমিত সময়ের জন্য। UIDAI তাদের টুইটার হ্যান্ডেলে একটি পোস্ট করে জানায় যে, ১৫ মার্চ থেকে ১৪ জুন পর্যন্ত চলবে বিনামূল্যে আধার আপডেট, শুধুমাত্র যে সমস্ত আধার কার্ড ১০ বছরের পুরনো তারা এই বিশেষ সুবিধা পাবে। আর এই খবর শুনে হয়েছে আমজনতা।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment