BSNL এমন একটি সরকারি টেলিকম সংস্থার নাম যারা কিনা বাজারে যে কোন টেলিকম সংস্থার থেকেও কম দামে রিচার্জ প্ল্যান (Recharge plan) প্রোভাইড করতো গ্রাহকদের। আর এই কারণে গ্রামাঞ্চল সহ শহরে বসবাসকারী মানুষের কাছে বেশ জনপ্রিয়তা পেয়েছিল BSNL. কিন্তু সম্পতি একটি খারাপ খবর উঠে এসেছে BSNL এর তরফ থেকে। যেই খবর প্রকাশিত হওয়ার পর নড়ে চড়ে বসেছে BSNL- এর গ্রাহকরা।
যানা যাচ্ছে, প্রযুক্তির দিক থেকে Jio, Airtel এবং Vi এর থেকেও অনেক পিছিয়ে রয়েছে BSNL. যারা কিনা এক এক করে 5G লঞ্চ করতে পারলেও BSNL ঠিক করে এখনও 4G-ই লঞ্চ করতে পারেনি। তবে সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে BSNL প্রযুক্তির দিক থেকে বাকি সব টেলিকম সংস্থাদের থেকে পিছিয়ে থাকলেও BSNL- এর কম দামি রিচার্জ প্লানের কারণে BSNL সেরার সেরা হয়ে উঠেছিল বাজারে। যেটা কিনা অন্য কোন টেলিকম সংস্থা দেওয়ার কথা ভাবতেও পারেনি। জানা গেছে, এবার সেই কম দামি রিচার্জ প্ল্যান গুলোই বন্ধ করে দিতে যাচ্ছে BSNL. যার কারণে মাথায় হাত পড়েছে BSNL- এর কোটি কোটি গ্রাহকের।
এই ৪টি রিচার্জ প্ল্যান বন্ধ করে দিচ্ছে BSNL:
কমদামি জনপ্রিয় সেই ৪টি রিচার্জ প্ল্যান হলো, STV 71, STV 104, STV 135 এবং STV 395। যানা যাচ্ছে আগামী মাসের ১৬ তারিখ থেকে সম্ভবত এই ৪টি রিচার্জ প্ল্যান গুলো বন্ধ হয়ে যাচ্ছে BSNL- এর।