বিনামূল্যে রেশন সামগ্রী পেয়ে উপকৃত হচ্ছেন দেশের কোটি কোটি মানুষ। সাধারণত করোনা অতিমারির পর থেকে দেশ দেশব্যাপী যাদের রেশন কার্ড রয়েছে সেই সমস্ত রেশন কার্ড হোল্ডারদের (Ration card holder) বিনামূল্যে রেশন দেওয়ার পরিকল্পনা নিয়েছিল কেন্দ্র ও রাজ্য। আর এই বিনামূল্যে রেশন দেয়ার প্রক্রিয়া চলবে ৩১ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত। জানায় কেন্দ্র।
কিন্তু বিনামূল্যে রেশন দিতে গিয়ে সরকার পরবর্তিতে লক্ষ্য করছে যে এমন বহু মানুষ আছেন যাদের কিনা রেশন নেওয়ার প্রয়োজন নেই। কিন্তু তার পরেও তারা সাধারণ দরিদ্র মানুষের মতো দিনের পর দিন ফ্রিতে রেশন সামগ্রী তুলে যাচ্ছেন। আর এর ফলে বিপুল পরিমানে অর্থ খরচ হচ্ছে সরকারের। তাই এবারে কেন্দ্র ও রাজ্য মিলে রেশন তোলার নিয়মে আনতে চলেছে এক বড়সড় পরিবর্তন। কি সেই পরিবর্তন চলুন যেই নেই।
নতুন নিয়ম অনুযায়ী এবার থেকে এঁরা ফ্রিতে রেশন পাবে না:
১) সরকারের নতুন নিয়ম অনুযায়ী, যাদের ফোর হুইলার বা চার চাকার গাড়ি রয়েছে তার এখন থেকে আর বিনামূল্যে রেশন তুলতে পারবেন না। যদি তারা বিনামূল্যে রেশন তুলেন তাহলে তাদের পরবর্তীতে সমস্যার মধ্যে পড়তে হবে।
২) ১০০ বর্গফুটের উপরে যাদের বাড়ি বা ফ্ল্যাট (Flat) রয়েছে তারা নতুন নিয়ম অনুযায়ী ফ্রিতে রেশন তুলতে পারবেন না এবার থেকে।
৩) বছরের ২ লক্ষ টাকা বা তাও বেশি যারা আয় করেন এবার থেকে তাঁরাও নতুন নিয়ম অনুযায়ী ফ্রিতে রেশন সামগ্রী পাবেন না।
৪) যাদের কাছে বন্ধুক কিংবা লাইসেন্স প্রাপ্ত আগ্নেয়াস্ত্র রয়েছে তারাও বিনামূল্যে রেশন তুলতে পারবেন না।
৫) শহর কিংবা গ্রামাঞ্চলে বসবাসকারী যে কোন ব্যক্তির মাসিক আয় যদি ভালো থাকে তাহলে তারাও সরকারের এই নতুন নিয়ম অনুযায়ী ফ্রিতে রেশন পাবেন না। আর এই নতুন নিয়ম লাগু হতে হচ্ছে আগামী অর্থ বছরে। সরকারের এতে ধরনা এই নিয়ম চালু হলে যেমন সরকারের অর্থ বাঁচবে, তেমনি সমাজের যোগ্য ব্যক্তিরাই কেবল রেশন পাবেন।