Friday, October 18, 2024

প্যান কার্ড প্রতারণা, খোদ শিকার এম এস ধনী! আপনার প্যান কার্ড সুরক্ষিত রাখতে করুন এই কাজ

টেকনলজি উন্নত হাওয়ার সাথে সাথে বেড়েছে প্রতারণার হারও‌। খবর পাওয়া গিয়েছে যে একসময়ের কিংবদন্তি ক্রিকেটার এস এস ধনী (MS Dhoni) তিনিও প্রতারণার শিকার হয়েছেন প্যান কার্ডের (pan card) মাধ্যমে। তাই সাধারণ মানুষের জন্য এটি একটি চিন্তার বিষয় যে একজন সেলিব্রিটি ক্রিকেটারের হয়েও যখন তিনি প্রতারণার শিকার হতে পারেন তাহলে সাধারণ মানুষ তো দুরের কথা। তবে আপনি চাইলে খুব সহজেই কিছু সহজ মাধ্যম অনুসরণ করে প্যান কার্ড হ্যাক থেকে মুক্তি পেতে পারেন। জেনে নিন সেই পদ্ধতি।

 

এভাবে সুরক্ষিত রাখুন নিজের প্যান কার্ড:

১) যে কোন জায়গায় নিজের প্যান কার্ডের তথ্য দেবেন না। প্রয়োজনে ভোটার আইডি কার্ড কিংবা ড্রাইভিং লাইসেন্সের তথ্য দেবেন। খুব বেশী প্রয়োজন না হলে নিজের প্যানের তথ্য দেওয়া এড়িয়ে চলাই ভালো।

২) কোন ব্যক্তি বা সংস্থাকে প্যান নম্বর দেওয়ার আগে সেই ব্যক্তি বা ঐ সংস্থার বিষয়ে ভালোভাবে খোঁজখবর নিয়ে নেবেন। অদৌও তারা জেনুইন কিনা।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

How to secure Pan card

৩) বিশ্বাস যোগ্য পোর্টাল ছাড়া কোন অনলাইন পোর্টালে নিজের সম্পুর্ন নাম এবং নিজের আসল জন্ম তারিখ দেবেন না। এটা করার মাধ্যমে আপনার প্যান কার্ডের তথ্য চুরি হতে পারে।

৪) ফোনে নিজের প্যান কার্ডের ছবি তুলে রাখবেন না। যদি আপনার ফোনটি কখনো হারিয়ে যায় তাহলে কিন্তু প্যান কার্ডটিও হ্যাক হাওয়ার সম্ভবনা রয়েছে।

পড়ুন: প্যান কার্ড হারিয়ে গেছে কি করবেন? ভবিষ্যতের কথা ভেবে এখুনি নিন এই ৫ পদক্ষেপ, নয়তো পড়বেন বিপদে

৫) নিজের ক্রেডিট রিপোর্ট নিয়মিত চেক করুন। দেখুন আপনার নামে কোন ক্রেডিট কার্ড ইস্যু হয়েছে কিনা, কিংবা আপনার নামে লোন নেওয়া আছে কিনা।

এই ৫ টোটকা ফলো করলেই সুরক্ষিত রাখতে পারবেন নিজের প্যান কার্ড। জানিয়ে দেই অতীতে এম এস ধোনি ছাড়াও শিল্পা শেট্টি, অভিষেক বচ্চন, মাধুরি দিক্ষিত এবং ইমরান হাসমির মতো প্রখ্যাত সেলিব্রিটিরাও প্যান কার্ড প্রতারণার শিকার হয়েছিলেন।

আপনার জন্য
WhatsApp Logo