Friday, October 18, 2024

এবার এক ক্লিকেই দেখুন আপনার আধার-প্যান লিঙ্ক আছে কিনা, যতো দেরি করবেন ততো নিজের ক্ষতি করবেন

হাতে গোনা আর মাত্র কয়েক সাপ্তাহ। এর মধ্যে যদি আপনি আপনার আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক না করান তাহলে কিন্তু এর মূল্য চোকাতে হতে পারে আপনাকে। জানা গেছে, ৩১ মার্চ ২০২৩ এর মধ্যে যদি আপনি আপনার আধার-প্যান লিঙ্ক না করান তাহলে চিরতরে বাতিল হয়ে যাবে আপনার প্যান কার্ড। এছাড়াও আপনাকে করা হবে ১০০ থেকে ১০,০০০ টাকা জরিমানা।

 

আপনি কি এই জরিমানা দিতে চান? কিংবা আপনার কাছে কি আপনার প্যান কার্ডটির কোন গুরুত্বপূর্ণ নেই? যদি প্যান কার্ডটি আপনার কাছে গুরুত্বপূর্ণ হয়ে থাকে এবং আপনি যদি ১০,০০০ টাকা জরিমানা দিতে না চান তাহলে এক ক্লিকেই দেখে নিন আপনার আধার-প্যান লিঙ্ক আছে কিনা। যদি দেখেন লিঙ্ক নেই তাহলে লিঙ্কও করে নিতে পারবেন। এতে সমস্যা নেই।

 

এভাবে চেক করুন আধার প্যান লিঙ্ক আছে কিনা: প্রথমে আপনাকে Utiitsl এর অফিসিয়াল ওয়েবসাইট https://www.pan.utiitsl.com/panaadhaarlink/forms/pan.html/panaadhaar যেতে হবে। এরপর আপনার pan Number সহ জন্ম তারিখ লিখুন ফাঁকা ঘরে। এরপর একটি ক্যাপচার কোড আসবে আপনার সামনে, সেটি ফিলাপ করে দিয়ে Submit অপশনে ক্লিক করে দিলেই দেখতে পারবেন আপনার প্যান কার্ডটি আঁধার কার্ডের সঙ্গে লিঙ্ক (link) আছে কিনা। যদি দেখেন লিঙ্ক নেই তাহলে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট incometaxindiaefiling.gov.in গিয়ে খুব সহজেই আপনার প্যান-আধার লিঙ্ক করাতে পারবেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
আপনার জন্য
WhatsApp Logo