৩১ মার্চ ২০২৩ হচ্ছে প্যান কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করানোর শেষ তারিখ। এই তারিখের মধ্যে যদি প্যান-আধার লিঙ্ক না করানো হয় তাহলে জরিমানা সহ বাতিল হতে পারে আপনার প্যান কার্ডটি। আর এই ঘোষণা শোনার পর হয়তো অনেকেই প্যান-আধার লিঙ্ক করানোর জন্য ছুটছেন সাইবার ক্যাপে কিংবা বাড়ি বসে নিজেদের প্যান-আধার লিঙ্ক করাচ্ছেন। কিন্তু আপনি কি জানেন শুধু প্যান-আধার নয় ৩১ মার্চের আগে যদি এই ৫ কাজও না করা হয় তাহলে বেশ সমস্যার মধ্যে পড়তে হতে পারে আপনাকে? কি সেই ৫ কাজ জেনে নিন বিস্তারিত।
৩১ মার্চের আগে এই ৫ কাজ করা অত্যন্ত জরুরি:
১) কর বাঁচানোর শেষ সুযোগ: আপনি যদি আর্থিক বছরে কর বাঁচাতে চান তাহলে এটাই আপনার জন্য সেরা সু্যোগ। ৩১ মার্চের আগে যে কোন স্কিমে যতো খুশী টাকা বিনিয়োগ করুন।
২) প্রধানমন্ত্রী ভায়া বন্দনা যোজনা: আপনি যদি এই সরকারি স্কিমটিতে টাকা বিনিয়োগ করতে চান তাহলে এটাই আপনার জন্য শেষ সুযোগ। কারণ এই স্কিমটি ৩১ মার্চ ২০২৩ সালে বন্ধ হয়ে যাচ্ছে। এই স্কিমটি ৬০ বছর বয়সী উর্দ্ধে মানুষদের জন্য। এতে বৃদ্ধ বয়সে খুব ভালো পেনশন পাওয়া যায়।
৩) আধার-প্যান লিঙ্ক: ৩১ মার্চ ২০২৩ হচ্ছে আঁধার-প্যান লিঙ্ক করানোর শেষ তারিখ। এই কাজটি না করলে ১ হাজার টাকা জরিমানা, পাশাপাশি বাতিল হতে পারে আপনার প্যান কার্ডটি।
৪) বীমা পলিসিতে বিনিয়োগের শেষ সুযোগ: ৫ লক্ষ টাকার বেশি বার্ষিক প্রিমিয়াম সহ LIC পলিসিতে ৩১ মার্চ ২০২৩ এর পরে আর কর ছাড়ের সুবিধা পাবেন না। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই তথ্য বাজেটে জানিয়েছিলেন। এই নিয়ম ১ এপ্রিল ২০২৩ থেকে লাগু হবে।
৫) মিউচুয়াল ফান্ড স্কিম: মিউচুয়াল ফান্ড স্কিমে যদি আপনি এখনো নিজের নাম নমিনেশন না করে থাকেন তাহলে ৩১ মার্চের আগে করে ফেলুন। নয়তো আপনার মিউচুয়াল ফান্ডের ফোলিও বন্ধ হয়ে যাবে।