Friday, November 22, 2024

এবার হোয়াটসঅ্যাপের Dp চেন্জ করার মতো পাল্টানো যাবে Voter card এর ছবি, শিখে নিন পদ্ধতি

ভোটার আইডি কার্ড (Voter I’d card) অন্যমত একটি গুরুত্বপূর্ণ নথি। সমস্ত ভারতীয়র কাছে এই ভোটার আইডি কার্ড থাকাটা অত্যন্ত জরুরি। কারণ ভোটার আইডি কার্ডের মাধ্যমেই একজন ভারতীয় তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন। কিন্তু আপনি কি জানেন অনেক সময়ই ভোটার আইডি কার্ডে লাগানো আমাদের ছবি অনেক সময়ই আমাদের পছন্দ হয়না। যেমন আধার কার্ডে লাগানো ছবি অনেকের পছন্দ না হওয়ায় সেই ছবি অনেকে পরিবর্তন করতে চান।

 

এবার ভোটার আইডি কার্ডেরও ছবি আপনি চাইলে খুব সহজেই পরিবর্তন করতে পারবেন। তবে সবথেকে মজার ব্যাপার হলো এর জন্য আপনার আধার কার্ডের মতো আঁধার সেন্টারে যাওয়ার কোন দরকার নেই। আপনি ঘরে বসেই আপনার ভোটার আইডি কার্ডের ছবি পরিবর্তন করতে পারবেন। তাই জেনে নিন কিভাবে সহজেই ঘরে বসে ভোটার কার্ডে লাগানো আপনার ছবি পরিবর্তন করবেন।

 

এভাবে ঘরে বসে ভোটার আইডি কার্ডের ছবি পরিবর্তন করুন: 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ভোটার কার্ডের ছবি পরিবর্তন করার জন্য আপনাকে প্রথমে www.nvsp.in- এ ওয়েবসাইটে যেতে হবে। এরপর আপনার পর্যাপ্ত বিবরণী দিয়ে পেজটি login বা আপনাকে একটি একাউন্ট খুলতে হবে। এরপর login করার পর আপনাকে পেজের ৮ নম্বর ফর্মটি বেছে নিতে হবে। এবং সেখানে প্রয়োজনীয় সব বিবরণ নিয়ে ভাষা সিলেক্ট করতে হবে আপনাকে।

 

প্রয়োজনীয় সব বিবরণ দেওয়া পর একটু নিচের দিকে স্ক্রোল করুন। দেখবেন সেখানে সংশোধনীয় ছবি লাগানোর একটি ফাকা ঘর রয়েছে। এরপর সেই ঘরে আপনার পছন্দের ছবি আপলোড করুন। এরপর আপনার মোবাইল নম্বর এবং ইমেল আইডি লিখুন। এরপর একটি ক্যাপচা কোড ফিলাপ করতে হবে আপনাকে। সেটি ফিলাপ করে দিলেই আপনার কাজ হয়ে যাবে।

 

জানিয়ে দেই, সাধারণ ৮-১০ দিনের মধ্যে আপনার বাড়ির ঠিকানায় একটি নতুন ভোটার কার্ড আসবে। এবং ভোটার আইডি কার্ডের ছবি পরিবর্তন করার সময় কিছু চার্জ দিতে হতে পারে আপনাকে।

আপনার জন্য
WhatsApp Logo