Friday, November 22, 2024

আপনার প্যান কার্ড কেউ অবৈধ কাজে ব্যবহার করছে নাতো? এভাবে ঘরে বসে জেনে নিন

ভারতে কাউকে আর্থিক লেনদেন কিংবা আয়কর ফাইল করার জন্য প্যান কার্ডের প্রয়োজন পড়ে। এজন্য ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের (income tax department) তরফ থেকে ভারতের প্রত্যেক ব্যক্তিকে এই প্যান কার্ড জরি করা হয়। অন্যদিকে আবার এই প্যান কার্ডের সাহায্য লোকেরা খুব সহজেই তাদের আয়কর জমা দিতে পারেন। ফলস্বরূপ প্যান কার্ডের গুরুত্ব যখন এতোটা তখন মানুষ প্রায়শই এই প্যান কার্ডের মাধ্যমে প্রতারণার শিকার হচ্ছেন।

 

অতীতে এমন অনেক ঘটনা সামনে এসেছে যেখানে মানুষকে দেখা গিয়েছে প্যান কার্ডের মাধ্যমে প্রতারণার কিংবা জালিয়াতির শিকার হতে। প্রতারকদের ফাঁদে পড়ে আর্থিক ভাবে সর্বস্বান্ত হয়ে গেছেন অনেকে। তাই আপনার যদি একটি প্যান কার্ড থেকে থাকে তাহলে আপনার উচিত এই ব্যাপারে সদা সতর্ক থাকা। তাই এর আগে আমরা আপনাদের জানিয়েছিলাম আপনার আধার কার্ড ব্যবহার করে কেউ অবৈধ কাজ-বাজ করছে কিনা, কিভাবে জানবেন। তাই এবারে আমরা আপনাদের বলবো আপনার প্যান কার্ড ব্যাবহার করে কেউ কোন অবৈধ কাজ-বাজ করছে কিনা আপনি তা কিভাবে দেখবেন।

 

এভাবে জেনে নিন আপনার প্যান কার্ড ব্যবহার করে কেউ অবৈধ কাজ করছে কিনা: 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আপনার যদি একটি আঁধার কার্ড থেকে থাকে তাহলে আপনি খুব সহজেই আপনার আধার statement দেখে জানতে পারতেন আপনার আধার নম্বর নিয়ে কেউ কোন অবৈধ কাজ বাজ করছে কিনা। কিন্তু দুর্ভাগ্যবশত প্যান কার্ডে তেমন ভাবে দেখার কোন অপশন নেই। তবে আপনি অন্য পদ্ধতিতে এটি চেক করতে পারবেন। জেনে নিন কিভাবে।

পড়ুন: সাবধান! আপনার আধার কার্ড ব্যবহার করে কেউ অবৈধ কাজ করছে নাতো? এইভাবে ঘরে বসে জেনে নিন

এই হলো পদ্ধতি: প্রথমতঃ নিয়মিত আপনার ক্রেডিট স্কোর বা CIBIL স্কোর চেক করুন। এভাবে আপনি জানতে পারবেন আপনার প্যান কার্ড ব্যবহার করে কেউ কোনও লোন নিয়েছে কিনা। দ্বিতীয়তঃ কাউকে আপনার প্যান কার্ডের কপি দেওয়ার আগে তা যাচাই-বাছাই করুন। আপনি কাকে এবং কেন আপনার প্যান কার্ডের কপি দিচ্ছেন? ভাবুন।

আপনার জন্য
WhatsApp Logo