বাজারে যা চাকরি-বাকরির অবস্থা তাতে চাকরি করার স্বপ্ন দেখে সময় নষ্ট না করে ব্যাবসা-বাণিজ্য করার দিকে মনোযোগ দেওয়া উচিত সকলের। কারণ ব্যবসায় আছে একপ্রকার মানসিক শান্তি। আবার ব্যবসা করে খুব তাড়াতাড়ি ধনী হয়ে ওঠা যায়। তাই আজ আমরা আপনাকে এমন একটি ব্যাবসার (Business idea) কথা বলতে চলেছি যেই ব্যাবসায় প্রচুর লাভ রয়েছে, আপনি মাসে অন্তত পক্ষে ১০ লাখ টাকা ইনকাম করতে পারবেন সেখান থেকে। তবে সবথেকে বড় ব্যাপার হচ্ছে এর বাজারে প্রচুর চাহিদা রয়েছে। কিন্তু এই ব্যবসা করার মতো লোক খুবই নগন্য। তাই জেনে নিন সেই ব্যবসার সমন্ধে বিস্তারিত।
এই ব্যাবসার নাম হচ্ছে মাশরুম চাষের ব্যবসা (Mushroom Farming Business) আর এই ব্যাবসা করে মাসে ১০ লাখ টাকা উপার্জন করা কোন বড় ব্যপার নয়। কারণ আপনি হয়তো জানেন যে, বাজারে মাশরুমের কতটা চাহিদা রয়েছে। পাশাপাশি সারা বিশ্বেও মাশরুমের চাহিদা রয়েছে ব্যাপক। অন্যদিকে প্রচুর দামও বটে মাশরুমের। তাই জেনে নিন মাশরুম চাষের বিষয়ে বিস্তারিত। কিভাবে করবেন মাশরুম চাষ জেনে নিন।
এই ব্যাবসা আপনি ১ লক্ষ টাকা দিয়ে শুরু করতে পারবেন। এই ব্যাবসায় ১০ গুন লাভ রয়েছে। বিশেষ করে বাজারে বোতাম মাশরুমের রয়েছে ব্যাপক চাহিদা। তাই আপনাকে এই বোতাম মাশরুমই চাষ করতে হবে।
বোতাম মাশরুম চাষ করা পদ্ধতি: এই মাশরুম চাষ করার জন্য আপনাকে রাসায়নিকের সাথে গম বা ধানের খড় মিশিয়ে একটি কম্পোস্ট তৈরি করতে হবে। আর এই কম্পোস্ট তৈরি করতে সময় লাগবে ১ মাস। এরপর মাশরুমের বীজ বাজার থেকে কিনে এনে সেগুলো ৬.৪ ইঞ্চি পুরু স্তর দিয়ে ছড়িয়ে দিয়ে রোপণ করে দিন। এরপর ৪০-৫০ দিন পর মাশরুম ফুটবে। এবং ৪০-৫০ দিন পর সেই মাশরুম কাটার উপযোগীও হয়ে যাবে। তবে মনে রাখবেন মাশরুম চাষ করার জন্য আপনার ছায়াযুক্ত জায়গার প্রয়োজন।
মাশরুম চাষ আপনি ১ লক্ষ টাকা দিয়ে শুরু করতে পারেন। ১ কেজি মাশরুম উৎপাদনে ২৫-৩০ টাকা খরচ হয়। এবং বাজারে প্রতি কেজি আড়াইশ থেকে তিনশ টাকায় বিক্রি হয় মাশরুম। এছাড়াও একটি বড় হোটেল বা রেস্তোরাঁয় ভাল মানের মাশরুম সরবরাহ করলে প্রতি কেজি ৫০০ টাকা পর্যন্ত দাম পাওয়া যায়