Friday, November 22, 2024

আপনার আধার কার্ড অন্য কেউ ব্যাবহার করছে না তো? এভাবে ঘরে বসে ২ মিনিটে চেক করুন

আধার কার্ড (Addhar Card) কতটা গুরুত্বপূর্ণ তা আমাদের প্রত্যেকেরই জানা। অনেক সময়ই আমরা এই আধার কার্ডের জেরক্স (Xerox) ব্যাংকে কিংবা যে কোন বেসরকারি প্রতিষ্ঠানে আধার কার্ডের জেরক্স দিয়ে থাকি। কিন্তু আপনি কি জানেন আপনার আধার কার্ড অন্য কেউ অন্য কাজে ব্যাবহার করছে কিনা?

 

বর্তমানে আধার কার্ডের গুরুত্ব অপরিসীম। এই আধার কার্ড আপনার ব্যাংক একাউন্টের (Bank account) সঙ্গেও লিঙ্ক রয়েছে। তাই আপনার আধার কার্ড যদি কেউ বেআইনি কাজে ব্যবহার করেন তাহলে কিন্তু মুহুর্তেই আপনার ব্যাংক একাউন্ট খালি হয়ে যেতে পারে। তাই ঘরে বসে ২ মিনিটে চেক করে নিন আপনার আধার কার্ড কেউ বেআইনি কাজে ব্যবহার করছে কিনা।

How to check phone number associated with Aadhaar card

এই হলো পদ্ধতি: 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

প্রথমে আপনাকে UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইট uidai.gov.in যেতে হবে। এরপর আপনাকে my Addhar এই অপশনটি বেছে নিতে হবে। এরপর ‘Aadhaar Authentication History’ অপশনে ক্লিক করুন। এরপর আপনার ১২ সংখ্যার আধার নম্বরটি লিখুন এবং আপনাকে একটি ক্যাপচা কোড দেয়া হবে সেটি ফিলাপ করুন। এবং তারপর আপনার ফোনে একটি OTP আসবে। সেই OTP নির্দিষ্ট ঘরে বসালেই SMS-এর মাধ্যমে Addhar history দেয়া হবে আপনাকে। তবে মনে রাখবেন Addhar history চেক করার জন্য আপনার আধার কার্ডের সঙ্গে ফোন নম্বর যুক্ত (link) থাকতে হবে। এবং সেই ফোন নম্বরটিতেই এই OTP আসবে। আর এভাবেই আপনি ঘরে বসে চেক করতে পারবেন যে আপনার আধার কার্ডের কেউ অপব্যবহার করছে কিনা।

আপনার জন্য
WhatsApp Logo