ভারতে প্রতিদিন হাজার হাজার মানুষের ব্যাংক একাউন্ট খালি করে ফেলছে হ্যাকাররা। যার কিনা অধিকাংশই ঘটছে এটিএম মেশিনের (ATM machine) সাহায্যে। তাই আপনি যদি সবসময় ATM মেশিন থেকে টাকা তুলে থাকেন তাহলে ATM মেশিনের একটি বিশেষ আলোর দিকে আপনার খেয়াল রাখতে হবে টাকা তোলার সময়। নাহলে আপনারও কিন্তু ব্যাংক একাউন্ট ফাঁকা হয়ে যাবে।
তথ্য সুত্র অনুসারে, এটিএম মেশিনের কার্ড স্লট থেকে গ্রাহকের ডেটা চুরি করে হ্যাকাররা। এর জন্য হ্যাকাররা ATM মেশিনের কার্ড স্লটে একটি ডিভাইস বসিয়ে দেয়। এরপর সেই ডিভাইস আপনার ATM কার্ডের সমস্ত তথ্য স্ক্যান করে পাঠিয়ে দেয় হ্যাকারদের কাছে। এরপর হ্যাকাররা সেই তথ্য দিয়ে পরবর্তীতে আপনার ব্যাংক একাউন্ট ফাঁকা করে দেয়। পথে বসিয়ে দেয় আপনাকে। আর এমন অনেক ঘটনা অতীতে কিন্তু সামনে এসেছে। তাই এইসব হ্যাকারদের কবল থেকে বাঁচতে একটি বিশেষ পদ্ধতি অবলম্বন করতে হবে আপনাকে। এবং ATM থেকে টাকা তোলার সময় একটি বিশেষ আলোর দিকে আপনার খেয়াল রাখতে হবে।
এই আলোর দিকে খেয়াল রাখুন: আপনি যখন ATM মেশিনের স্লটে আপনার কার্ড সোয়াপ করছেন আপনি কিন্তু জানেন না যে ATM মেশিনের স্লটে হ্যাকাররা কোন ডিভাইস লাগিয়ে রেখেছে কিনা। চাইলে আপনি সেই স্লট টান দিয়ে দেখলে বুজতে পারবেন। তবে আপনি ATM মেশিনের একটি বিশেষ আলো দেখেও কিন্তু বুঝতে পারবেন হ্যাকাররা সেই ATM মেশিনে কোন কারিগরি করে রেখেছেন কিনা।
স্লটে সবুজ বাতি: ATM মেশিনের স্লটে আপনার ডেবিট কার্ড ঢোকনোর সময় স্লটের পাশে একটি সবুজ আলো লক্ষ্য করুন। যদি এই আলো সবুজ থাকে তাহলে কোন ভয়ের নয়। যদি সেই আলো লাল কিংবা অন্য রং ধারণ করে তাহলে সেই ATM বুথ ব্যাবহার করবেন না। এটি নিরাপদ নয়, বদলে ফোন করুন হেল্পলাইন নম্বরে।