Saturday, November 9, 2024

জীবনে কখনো এভাবে লটারি কেটেছেন? না কাটেননি! কেটে দেখুন ১০০ তে ১০০ লটারি বাঁধবে

লটারি জেতার জন্য থাকা চাই তোখোর বুদ্ধি। এবং সেই সাথে থাকতে হবে অংকতে পাকাপোক্ত। আর তাহলেই একজন মানুষ খুব সহজেই লটারি জিততে পারবেন। তবে অনেক ক্ষেত্রে কেউ কেউ আবার ভাগ্যের জোরেই লটারি জিতে ফেলেন। তবে এই ভাগ্য তো সবার আবার থাকেনা। তাই জেনে নিন লটারি কাটার ৩টি ভিন্ন নিয়মের ব্যপারে। যেই নিয়মে যদি আপনি লটারি কাটেন তাহলে ৯৯.৯% সম্ভাবনা রয়েছে আপনার লটারি জেতার।

 

লটারি কাটার সময় এই নিয়ম অনুসরণ করুন: 

১) লটারির প্রথম সংখ্যা ১ দিয়ে শুরু হয়া নম্বরের লটারির টিকিট কাটুন। কারণ অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে এই ১ নম্বর দিয়ে শুরু হওয়া লটারির টিকিট কাটলে জেতার প্রবণতা বেড়ে যায়। আবার অন্য দিকে এই ১ নম্বরের লটারির টিকিট যদি আপনি না পান তাহলে প্রথম সংখ্যা বিজোড় দেখে লটারির টিকিট কাটুন যেমন, ৩ ৫,৭, ইত্যাদি। কারণ এতে ৬০% সম্ভাবনা রয়েছে আপনার লটারি জেতার।

 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

২) লটারির শেষ পাঁচ নম্বরের তিন নম্বর খুবই গুরুত্বপূর্ণ। তাই এমন ভাবে লটারি কাটুন যাতে, লটারির মধ্যের সংখ্যা যদি ৭ এবং ৯ হয় এবং তাদের শেষ সংখ্যার বিয়োগফল যদি ০ অথবা ১ হয় তাহলে সেই টিকিট কাটুন। বুদ্ধি খাটিয়ে ৭ ও ৯ সংখ্যার শেষে এমন সংখ্যা নিন যাতে তার বিয়োগফল ০ অথবা ১ হয়।

৩) লটারির শেষ সংখ্যা ০০ দেখে নেবেন না। কারণ এই সংখ্যায় লটারি জেতার প্রবণতা নেই বললেই চলে। এজন্য আপনি প্রতি সপ্তাহের লাকি লটারির শেষ সংখ্যা দেখতে পারেন, দেখবেন কোন লাকি নম্বরের পরে কিন্তু ০০ নেই। বদলে আপনি শেষের সংখ্যা জোড় সংখ্যা দেখে লটারির টিকিট কিনতে পারেন। এতে আপনার জেতার সম্ভাবনা রয়েছে।

Disclaimer: India day 30 আপনাকে কখনো বলে না লটারি কাটার জন্য। India day 30 কখনো জুয়া বা এজাতীয় খেলাকে সমর্থন করে না।

আপনার জন্য
WhatsApp Logo