১০ হাজার টাকা জমিয়ে পাবেন ১৬ লক্ষ টাকা! পোষ্ট অফিসের এই স্কিমের কথা জেনে হুমড়ি খেয়ে পড়ছে সবাই

বর্তমানে যাদের হাতে কিছু পরিমাণ টাকা রয়েছে যে টাকাটা তারা কোনো একটা ভালো জায়গায় বিনিয়োগ করতে চান, এবং সেই বিনিয়োগ করা টাকা থেকে বা জমানো টাকা থেকে খুব ভালো পরিমাণের একটা রিটার্ন পেতে চান, তাদের জন্য ভারতীয় পোস্ট অফিসে একটি সম্পূর্ণ ঝুঁকিহীন এবং দারুণ লাভ দায়ক স্কিম রয়েছে। যেখানে তারা খুবই কম সময়ের মধ্যে নিজেদের জমানো টাকা দ্বিগুণ করতে পারেন। ভারতীয় পোস্ট অফিসের সেই স্কিমে যদি আপনি নিয়মিত ১০ হাজার টাকা জমা করেন, তাহলে সেই স্কিমের মেয়াদ- পূর্ণ হওয়ার পর আপনি সেখান থেকে ১৬ লক্ষ টাকা পর্যন্ত ফেরত পেতে পারেন। এবং এই যে আপনি ১৬ লক্ষ টাকা পাবেন,এখানে আপনার কোনো পরিমাণ কোনো ঝুঁকিও থাকবে না। তো কী সেই স্কিম? জানতে পড়তে থাকুন।।

 

Post Office Recurring Deposit Scheme: ভারতীয় পোস্ট অফিসের এই বিশেষ স্কিমের নাম হলো পোস্ট অফিস রেকারিং ডিপোজিট স্কিম। এই স্কিমের সবচেয়ে ভালো দিক হল, ১০ বছরের ঊর্ধ্বে যে-কারোর নামে আপনি ন্যূনতম ১০০ টাকা থেকে বিনিয়োগ শেষ করতে পারেন। এবং সেই সঙ্গে এখানে বিনিয়োগের কোনো সর্বোচ্চ সীমা নেই। সঙ্গে আপনি এখানে যেই পরিমাণ টাকা জমা করবেন, প্রতি তিন মাস অন্তর আপনার জমানো টাকার উপর আপনি ৫.৮% চক্রবৃদ্ধি সুদ পাবেন। এবং চক্রবৃদ্ধি সুদ হওয়ার পরে আপনার জমানো টাকার উপর আপনি প্রচুর পরিমাণে সুদ পাবেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Post-office-public-provident-fund-scheme

আপনি কিভাবে প্রতি মাসে ১০ হাজার টাকার জমিয়ে ১৬ লক্ষ টাকা ফেরত পাবেন? 

পোস্ট অফিস রেকারিং ডিপোজিট স্কিমে যদি কোনো ব্যক্তি প্রতি মাসে এক হাজার টাকা করে ১০ বছর ধরে জমা করে,তাহলে এই স্কিমের মেয়াদ পূর্তিতে সে সেখান থেকে দেড় লক্ষ টাকার বেশি ফেরত পাবেন। অপরদিকে যদি কোন ব্যক্তি প্রতি মাসে ১০ হাজার টাকা করে ১০ বছরের জন্য বিনিয়োগ করে থাকেন, তাহলে তার বিনিয়োগ করার টাকার ওপর তিনি প্রতি তিন মাস অন্তর ৫.৮% চক্রবৃদ্ধি সুদ পাবেন। ফলে আসল + সুদ মিলে আপনার খাতায় প্রচুর টাকা জমা হবে। এভাবেই সুদ এবং আসল মিলে আপনার খাতায় যে টাকা জমা হবে,সেই টাকা এই স্কিমের মেয়াদ পূর্ণ হওয়ার পর আপনাকে ফেরার দেওয়া হবে। এবং এভাবেই আপনি প্রতিমাসে ১০ হাজার টাকা বিনিয়োগ করে এখান থেকে ১৬ লক্ষ টাকা পর্যন্ত ফেরত পেতে পারেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment