আধার কার্ডের ছবি পছন্দ হচ্ছে না? নিজের হ্যান্ডসাম ছবি লাগিয়ে নিন এইভাবে

বর্তমানে আধার কার্ড (Addhar Card) সব ক্ষেত্রেই প্রয়োজন। সরকারি হোক কিংবা বেসরকারি আবার ব্যাংক একাউন্ট খোলা হোক কিংবা একাউন্ট আপডেট করার জন্য এই আধার কার্ড অবশ্যই প্রয়োজন। অপরদিকে এই আধার কার্ড নিয়ে অনেকেরই রয়েছে অনেক ধরনের অভিযোগ। আর তার মধ্যে একটি অভিযোগ হচ্ছে আধার কার্ডের বাজে ছবি নিয়ে। কারণ অনেকের ছবি এই আধার কার্ডে এতোটাই বাজে উঠেছে যে তাঁরা কোথাও নিজের আধার কার্ড দিতে দ্বিধাবোধ করেন। অনেকের আবার লজ্জা পান।

 

তবে এবারে আপনি এই সমস্যা থেকে খুব সহজেই মুক্তি পেতে চলেছেন। কারণ খুব সহজেই আপনি আপনার আধার কার্ডের বাজে ছবি বদলে ফেলতে পারবেন। এবং বদলে লাগাতে পারবেন নিজের হ্যান্ডসাম ও সুন্দর মুখের ছবি। জানুন কিভাবে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

 

এইভাবে আধার কার্ডের ছবি বদলে ফেলুন: আধার কার্ডের ছবি বদলে ফেলার জন্য আপনাকে প্রথমে UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইট uidai.gov.in- এ যেতে হবে। এরপর আপনাকে update addhar এই অপশনটি বেছে নিতে হবে। এরপর আধারের তালিকাভুক্তি ফর্মটি ডাউনলোড করুন এবং তাঁতে নতুন ছবি আটকানোর সাথে প্রয়োজনীয় সব তথ্য পূরণ করুন। এরপর সেই ফ্রম নিয়ে সোজা চলে যান আপনার নিকটবর্তী আঁধার সেন্টার। সেখানে কর্মরত কর্মীরা আপনার আধারের সমস্ত তথ্য যাচাই করে নেবেন এবং আপনাকে GST বাবদ ১০০ টাকা জমা করতে হবে। এরপর আধার সেন্টার থেকে আপনাকে একটি স্লিপ দেওয়া হবে। যেই স্লিপের মাধ্যমে আপনি আপনার আধার স্টেটমেন্ট চেক করতে পারবেন UIDAI ওয়েবসাইট থেকে।

How to check bank account balance using addhar number

জানিয়ে দেই, সাধারণ ৯০ দিনের মধ্যে আপনার আধার কার্ডের ছবি update হয়ে যাবে। চাইলে আপনি আপনার আধার statement চেক করতে পারবেন UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে। আরো একটি কথা জানিয়ে দেই যে, আধার সেন্টারে যাওয়ার জন্য আপনি UIDAI থেকে Apartment বুক করতে পারেন। অথবা চাইলে আপনি সরাসরি আধার সেন্টারেও যেতে পারেন। এতে কোন সমস্যা নেই।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment