Wednesday, September 18, 2024

আধার কার্ডের এই ফিচার সমন্ধে গোটা ভারতের মানুষ জানেনা! এ ফিচার আপনি জানলে আপনিও অবাক হবেন

আধার কার্ড (Addhar Card) বর্তমানে কার না রয়েছে। প্রত্যেক ভারতীয়র কাছে যেমন ভোটার কার্ড রয়েছে তেমনি প্রত্যেক ভারতীয়র কাছেও হয়তো এই আঁধার কার্ড রয়েছে। তবে এই আঁধার কার্ড সমন্ধে আমাদের অনেকেরই বেশি কিছু জানা নেই, অনেকেই জানেন এই আঁধার কার্ড শুধুমাত্র ব্যাংক অথবা যে কোন সরকারি হোক কিংবা বেসরকারি কাজে এই আঁধার কার্ড ডকুমেন্ট হিসেবে লাগে। কিন্তু আপনি হয়তো জানেন না যে, এগুলো ছাড়াও একটি বিশেষ কাজের ফিচার রয়েছে আধার কার্ডের। তাই জেনে নিন সেই ফিচার সমন্ধে।

 

এই হলো সেই ফিচার: এখন আপনি আপনার ব্যাংকের ব্যালেন্স (Bank balance) চেক করার জন্য আপনার অ্যাকাউন্ট নাম্বারের কোন প্রয়োজন নেই। কারণ এখন আপনি আপনার শুধু আধার কার্ড নম্বর দিয়েই ব্যাংকের ব্যালেন্স চেক করতে পারবেন। কি আগে কি জানা ছিল এই ফিচার সমন্ধে কারো? যদিও এখন ব্যাংক একাউন্ট খোলার জন্য অবশ্য আধার নম্বর দিতে হয়। কিন্তু আঁধার কার্ড দিয়ে যে আপনি আপনার ব্যাংকের ব্যালেন্সও দেখতে পারবেন এটা অর্ধেক ভারতীয়ই হয়তো জানেন না। তাই জেনে নিন কিভাবে শুধুমাত্র আঁধার নম্বর দিয়েই আপনি আপনার ব্যাংকের ব্যালেন্স চেক করতে পারবেন।

এইভাবে ব্যাংকের ব্যালেন্স চেক করুন: প্রথমত আপনার ব্যাংক একাউন্টের সঙ্গে আপনার আধার কার্ড নম্বর লিঙ্ক (bank account to addhar Card link) থাকতে হবে। এরপর সেই ব্যাংক একাউন্টের সঙ্গে নিবন্ধ ফোন নম্বর দিয়ে *99*99*1# নম্বরটি ডায়েল করতে হবে। এরপর আপনার আধার নম্বর টাইপ করতে হবে। এরপর ফের একবার আপনাকে আপনার আধার নম্বর লিখতে হবে। এবং সবশেষে একটি SMS এর মাধ্যমে আপনি আপনার ব্যাংকের ব্যালেন্স দেখতে পারবেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

 

উল্লেখ্য, আধার নম্বর দিয়ে ব্যাংকের ব্যালেন্স চেক করতে গিয়ে মাঝে মধ্যে ‘Connection problem or invalid MMI code’ এই মেসেজটি শো করতে পারে আপনাকে।

আপনার জন্য
WhatsApp Logo