আধার কার্ডের (Addhar Card) মহত্ত্ব কতটুকু আমরা সবাই জানি। বলতে গেলে আধার কার্ড ছাড়া বর্তমানে কোন কাজই সম্ভব নয়। সরকারী হোক কিংবা বেসরকারি সব জায়গাতেই আধার কার্ডের প্রয়োজন পড়ে। তাই এক্ষেত্রে যদি আপনার আধার কার্ডটি জাল কিংবা ডুবলিকেট হয় তাহলে আপনাকে অনেক সমস্যার মধ্যে পড়তে হতে পারে। এমনকি আপনার আধার কার্ড ডুবলিকেট হওয়ার জন্য জেলও হতে পারে আপনার। তাই আপনার আধার কার্ড আসল হওয়া খুবই প্রয়োজন। তবে শুধু আধার কার্ড নয় বরং সব কাগজপত্রই আপনার আসল হওয়ার প্রয়োজন আছে।
আপনার আধার কার্ড আসল না নকল পরিক্ষা করুন:
‘হ্যা’ ঠিকই শুনেছেন। এবার আপনি আপনার আধার কার্ডটি আসল না ডুবলিকেট খুব সহজেই ঘরে বসে পরিক্ষা করতে পারবেন। এর জন্য প্রয়োজন হবে আপনার আধার নম্বর এবং একটি মোবাইল ফোন ও ইন্টারনেটে কানেকশন (internet connection)।
এভাবে আধার কার্ড পরিক্ষা করুন: প্রথমে আপনাকে UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইট uidai.gov.in-এ যেতে হবে। এরপর আপনাকে আধার পরিষেবা বিভাগটি বেছে নিতে হবে। এরপর আপনাকে ‘Verify n Aadhaar Number’ অপশনে ক্লিক করতে হবে এবং একটি পেজ খুলবে আপনার সামনে। এরপর সেই ঘরে আপনার ১২ সংখ্যার আধার কার্ড নম্বর বসিয়ে ক্যাপচার কোড ফিলাপ করে দিন। এরপর Proceed to Verify’ এ ক্লিক করুন।
আপনার আধার কার্ডটি যদি আসল হয় এরপর স্ক্রিনে আপনার সামনে একটি মেসেজ শো করবে। যেমন, আপনার ‘আধার যাচাই সম্পন্ন হয়েছে। জানিয়ে রাখি আপনি UIDAI-এর মোবাইল App দিয়েও আপনার আধার কার্ড আসল না নকল তা যাচাই করতে পারবেন। এজন্য Play Store থেকে আপনাকে m-addhar এই App টি ডাউনলোড করতে হবে। এছাড়াও আপনি QR কোড স্ক্যানারের মাধ্যমেও আপনার আধার কার্ডের QR কোড স্ক্যান করে দেখতে পারবেন সেটি আসল না নকল।