কয়েক বছর আগেও মানুষ টাকা দিয়ে রেশন তুলতো। আর এখন করোনা (corona virus) অতিমারির পর সবাই বিনামূল্যেই রেশন পাচ্ছেন। আর তাই আপনিও যদি সেইসব মানুষের মধ্যে হয়ে থাকেন যারা সরকারের দেওয়া এই বিনামূল্যে রেশন সামগ্রী তুলছেন তাদের জন্য রয়েছে একটি দুশ্চিন্তার খবর। সম্প্রতি রেশন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ খবর উঠে এসেছে। তবে এর জন্য আপনার ভয় পাবার কোন কারণ নেই। কি সেই খবর জেনে নিন বিস্তারিত।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী প্রতি মাসের ১৫ তারিখের মধ্যে সবাই রেশন পেয়ে যান। কিন্তু কিছু রাজ্যে বা জেলার মানুষ আছেন যারা কিনা এখনও রেশন পাননি। রিপোর্ট বলছে সামনের মাসে মধ্যে আরো এমন কিছু রাজ্যের মানুষ যুক্ত হবেন যারা কিনা রেশনে চাল (Rice) পাবেন না। এর কারণ সম্পর্কে জানা বলা হয়েছে জেলার ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার (FIS) দ্বারা ঠিক সময় মতো চাল সরবরাহ করা হচ্ছে না রেশন দোকান গুলোতে।
তবে চাল পেতে বিলম্বনা হলেও রেশন কার্ড হোল্ডাররা গম, চিনি, ছোলা, তেল এবং লবণ সহ আর ইত্যাদি যাবতীয় সামগ্রি ঠিকঠাক পেয়ে যাবেন। এই বিষয়ে FIS-এর তরফ থেকে একটি বিজ্ঞপ্তি (Notification) প্রকাশ করে বলা হয়েছে যে, সাধারণ মানুষের চিন্তার কোনো কারণ নেই, খুব শীঘ্রই জানুয়ারি মাসের মধ্যেই সমস্ত রেশন ডিলারদের কাছে চাল সরবরাহ করা হবে। চাল পেতে দেরি হবার কারণ সম্পর্কে FIS-এর তরফ থেকে বলা হয়েছে যে পয়েন্ট অফ সেলস মেশিন (PoS) রেশন দোকানে চাল কোটা না পাওয়ায় রেশন সামগ্রি বিতরনের অনুমতি দিচ্ছিল না।