Friday, November 22, 2024

টেরই পাবেন না কখন ব্যাংক একাউন্ট খালি হয়ে গেছে, হ্যাকারদের শায়েস্তা করতে আজই আঁধার কার্ডে করুন এই পরিবর্তন

সরকারি হোক কিংবা বেসরকারি, যে কোন কাজেই এখন আধার কার্ডের প্রয়োজন। এমনকি এ আঁধার কার্ড যুক্ত আছে আপনার ব্যাংক একাউন্টের (Bank account) সঙ্গেও। ফলে হ্যাকাররা খুব সহজেই আপনার আঁধার নম্বর বের করে সেই নম্বর দিয়ে হ্যাক করে ফেলতে পারে আপনার ব্যাংক একাউন্ট। ফলে আপনার সব জমানোর অর্থ চলে যাবে হ্যাকারদের কাছে। তবে এক্ষেত্রে ভয়ের কোন কারণ নেই কিছু সহজ টিপস এবং UIDAI-এর কিছু নিয়ম অনুসরণ করলে আপনার ব্যাংক একাউন্ট হ্যাকাররা হ্যাক তো দুরের কথা তাঁরা আপনার ব্যাংক একাউন্ট ছুঁতে পর্যন্ত পারবে না। এরজন্য অবশ্যই আপনার আঁধার কার্ডে কিছু পরিবর্তন আনতে হবে।

 

আপনার আঁধার কার্ডে আনুন এই পরিবর্তনঃ

১) আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অবাঞ্ছিত আধার ভিত্তিক লেনদেন এড়াতে UIDAI-এর সাথে আপনার আঁধার কার্ড বায়োমেট্রিক্স লক করুন।

২) কারো সাথে কখনোই OTP (one time password) সেয়ার করবেন না। এমনকি UIDAI-এর কোন প্রতিনিধি দল আপনাকে ফোন করে OTP চাইলেও তা কখনো বলবেন না। মনে রাখবেন UIDAI কখনো ফোন করে কারো কাছ থেকে OTP চায় না।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Bank inside

৩) আপনার আঁধার কার্ডে একটি অনলাইন কপি সর্বদা আপনার সাথে রাখুন। তবে যদি আপনি আধার কার্ডের প্রিন্ট কপি কোন পাবলিক (public) মেশিন থেকে বের করেন তাহলে সেই মেশিন থেকে আঁধারের ভার্চুয়াল প্রিন্ট কপিটি ডিলিট (Delete) করতে ভুলবেন না।

৪) চাকরি কিংবা অন্যান্য প্রয়োজনে আঁধার কার্ডের জেরক্স কাউকে বা কোন সংস্থাকে দেওয়ার আগে সেই ব্যক্তি বা সংস্থার বিষয়ে ভালো ভাবে খোঁজখবর নিয়ে রাখুন।

৫) UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনার আঁধার স্টেটমেন্ট (statement) মাঝে মধ্যেই পরিক্ষা করুন। দেখুন সন্দেহজনক কিছু চোখে পড়ে কিনা আপনার নজরে।

আপনার জন্য
WhatsApp Logo