Tuesday, December 3, 2024

সস্তায় ঘুরে আসুন এই সমস্ত দেশ গুলো থেকে, ভিসাও পেয়ে যাবেন মাত্র ১,৬৫২ টাকায়

আর কিছুদিন পরেই আসতে চলেছে নতুন বছর। তাই নতুন এই বছরটিতে রয়েছে অনেকের ঘুরতে যাওয়ার পরিকল্পনা। তাই আপনিও যদি নতুন এই বছরটিতে দেশের বাইরে কোথাও ঘুরতে যেতে চান তাহলে দেখে নিন এমন কয়েকটি দেশ, যেসব দেশে আপনি সস্তায় ঘুরে আসতে পারবেন এবং ভিসাও পেয়ে যাবেন মাত্র ২০ ডলারে অর্থাত্ ১৬৫২ টাকায়।

এই সমস্ত দেশ গুলি থেকে সস্তায় ভ্রমন করে আসুনঃ 

১) কম্বোডিয়া– তালিকায় প্রথম সারিতে রয়েছে কম্বোডিয়ার নাম। এই দেশে ভারতীয়রা মাত্র ২০ ডলারে (১৬৫২ টাকা) ভিসা পেয়ে যান। সাথে রয়েছে এই দেশে ১ মাসের ভ্রমণের সুবিধা।

Tourist place
Pic: Getting Image

২) জর্ডান– এই দেশটিতে ভারতীয়রা ৩০ ডলারে ভিসা অন অ্যারাইভালের সুযোগ পেয়ে যান। এই ভিসা দিয়ে ভারতীয়রা জর্ডানে এককালীন ২ সপ্তাহ থাকতে পারেন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

৩) ইন্দোনেশিয়া– তালিকায় তৃতীয় নম্বরে রয়েছে ইন্দোনেশিয়ার নাম। বলা হয় হানিমুনের জন্য ইন্দোনেশিয়ার বালি মোস্ট অ্যাট্রাকটিভ স্পটটি হল বেস্ট। ভারতীয়রা এই দেশে মাত্র ২৫ থেকে ৩০ ডলারের বিনিময়ে ভিসা পেয়ে যান।

৪) মরিশাস– ভ্রমনের জন্য উপযুক্ত একটি দেশ হচ্ছে মারিস। এই দেশে ভারতীয় ভ্রমণকারীদের আনা গোনা রয়েছে। তাই এ দেশে ভারতীয়রা ভিসা অন অ্যারাইভাল (visa on arrival) এর সুযোগ পেয়ে যান। এবং এই ভিসাতে আপনি এদেশে ৬০ দিন পর্যন্ত ছুটি কাটাতে পারেন।

আপনার জন্য
WhatsApp Logo