দেশের অনেক জায়গাতে পাইপ লাইনের মাধ্যমে রান্নার গ্যাস সরবরাহ করা হয়। আবার অনেক জায়গা আছে যেখানে সিলিন্ডারের মাধ্যমে সরবরাহ করা হয় এই রান্নার গ্যাস। তাই নিশ্চিত রুপে আপনার বাড়িতেও হয়তো এই LPG গ্যাস সিলিন্ডার থাকতে পারে। কিন্তু কখনো কি খেয়াল করেছেন বাড়িতে গ্যাস সিলিন্ডারের গাঁয়ে থাকা B-25, A-23 বা Fick C-25 এ নম্বর গুলো? জানেন কি এই নম্বর গুলোর অর্থ কি? এই নম্বর গুলো কিন্তু পুরোটাই আপনার পরিবারের সুরক্ষার সাথে জড়িত।
কিন্তু কিভাবে নম্বর গুলো আপনার পরিবারের সুরক্ষার সাথে জড়িত? জেনে নিন গ্যাস সিলিন্ডারের গায়ে লেখা এসব নম্বরের অর্থ।
প্রতিটি গ্যাস সিলিন্ডারের গায়ে A,B,C এবং D দিয়ে নম্বর যোগ করা থাকে। আসলে এ নম্বর গুলো হলো গ্যাস সিলিন্ডারের মেয়াদ শেষ হওয়ার তারিখ। কিন্তু কিভাবে? A, B,C এবং D এগুলো ইংরেজী মাস গুলোকে নির্দেশ করে। অর্থাৎ, A মানে হলো জানুয়ারি থেকে মার্চ মাস। B মানে হলো এপ্রিল থেকে জুন। C মানে জুলাই থেকে সেপ্টেম্বর। তেমনি D মানে হল অক্টোবর থেকে ডিসেম্বর মাস।
তাহলে আপনার বাড়িতে থাকা গ্যাস সিলিন্ডারের গাঁয়ে যদি C-23 লেখা থাকে তাহলে বুঝতে হবে আপনার LPG গ্যাস সিলিন্ডারের মেয়াদ 2023 সালের জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে শেষ হয়ে যাবে। গ্যাস সিলিন্ডারের গায়ে লেখা এসব নম্বর সিলিন্ডারের মেয়াদ শেষ হওয়ার তারিখ। তাই বাড়িতে গ্যাস সিলিন্ডার দিয়ে গেলে সবসময় সিলিন্ডারের মেয়াদ শেষ হবার তারিখটি দেখা নেবেন। নইলে অঘটন ঘটে যেতে পারে।