ভারতে যাতায়াতের অন্যতম মাধ্যম হলো রেল। প্রতিদিন লাখ লাখ মানুষ যাতায়াত করেন ট্রেনে চড়ে। তাই রেলকে বলা হয় ভারতের প্রাণকেন্দ্র। আর এমনটি সম্ভব হয়েছে শুধুমাত্র রেলের বিশাশ এই ট্রাকের কারণে। কিন্তু আপনি কি জানেন ১ কিলোমিটার ট্রাক পাততে রেলের কতো টাকা খরচ হয়?
যত টাকা খরচ হয় ১কিলোমিটার রেল ট্রাক বাসাতেঃ
রেলের ট্রাক গুলি সাধারণত তৈরি করা হয় স্টিল দিয়ে। তবে এই স্টিল কোন সাধারণ মানের স্টিল নয়। কারণ ইস্পাত এবং স্টিল দুটোই ব্যবহার করা হয় এই রেল ট্রাক তৈরি করতে। তাই খোলা আকাশের নিচে থেকেও এই ট্রাক গুলিতে মরিচা পড়ে নষ্ট হয়ে যায় না। তাই এই রেল ট্রাক পাততে বেশ মোটা টাকা খরচ হয় ভারতীয় রেলের।
১ কিলোমিটারের জন্য রেল ট্রাক তৈরি করতে আনুমানিক ৪৫ কেজি স্টিল এবং তাতে ইস্পাত লাগে। আর এর মোট খরচ দাঁড়ায় ১০ থেকে ১২ কোটি টাকা। তবে পাহাড়ি এলাকায় ১ কিলোমিটার রেল ট্রাক পাততে এর খরচ রয়েছে ভিন্ন। অন্যদিকে হাইস্পিড রেল করিডরে ১কিমি রেল ট্রাক পাততে ভারতীয় রেলের খরচ হয় ১০০ থেকে ১৪০ কোটি টাকা।