#অফবিট নিউজ ডেস্কঃ আপনারা নিশ্চয়ই সবাই ট্রেন ভ্রমন করেছেন। তাই ট্রেনে চড়ার পূর্বে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা বিভিন্ন ট্রেনের বগিতে একটি ৫ সংখ্যার কোড নম্বর নিশ্চয়ই লক্ষ্য করেছেন। অনেকের মনে হতে পারে ট্রেনের বগিতে লেখা এই ৫ সংখ্যার কোড নম্বর হয়তো ট্রেনের বগি নম্বর। কিন্তু আপনার এই ধরনা সম্পুর্ন ভুল। এর নম্বরের পেছনে রয়েছে অন্য গল্প।
ট্রেনের বগিতে লেখা ৫ সংখ্যার কোড নম্বরের বিশেষত্ব জেনে নিনঃ
এই নম্বরে অর্থ হলো, নম্বর গুলো ট্রেনের বগি তৈরির বছর এবং বগি সম্পর্কে অনেক কিছু ধরনা দেয়। অর্থাৎ বগিতে লেখা ৫ সংখ্যার কোড নম্বরের মধ্যে প্রথম ২ সংখ্যা নিদর্শন করে যে ট্রেনের বগিটি কোন বছরে তৈরি করা হয়েছিল। এবং শেষের ৩ সংখ্যা বলে যে এটি কি ধরনের কোচ।
আরও বিস্তারিত জেনে নিনঃ
ধরুন একটি কোচের কোড নম্বর যদি 00296 হয় তাহলে সেই সংখ্যাটিকে দুই ভাগ করলে দাঁড়াচ্ছে 00 এবং শেষ ৩টি সংখ্যা হলো 296। তাহলে প্রথম কোড যথাক্রমে 00 এটির মানে হলো ট্রেনের কোচটি তৈরি করা হয়েছে 2000 সালে। অপরদিকে একটি কোচের গায়ে যদি 95674 লেখা থাকে, তাহলে এর মানে হল যে এই কোচটি 1995 সালে তৈরি করা হয়েছে।
কোচের গায়ে লেখা শেষ ৩ সংখ্যার অর্থঃ
উদাহরণস্বরূপ যদি কোচের সংখ্যা 00296 হয়, তাহলে এর দ্বিতীয় ভাগ হচ্ছে 296। এর মানে হল ট্রেনের কোচটি দ্বিতীয় শ্রেণীর স্লিপার কোচ। এবং কোন কোচের গায়ে যদি 95674 নম্বর লেখা থাকে তাহলে এর অর্থ হলো সেই কোচটি দ্বিতীয় শ্রেণীর আসন কোচ/ চেয়ার কোচ।
#বিশেষ খবরঃ কতো টাকা দাম আস্ত একটি ট্রেনের? চাইলে আপনিও কি একটি ট্রেন কিনতে পারবেন