#টেক নিউজ ডেস্কঃ অনেক সময়ই আমরা ATM কার্ড হারিয়ে ফেলি। কিংবা কোথায় গেল হঠাৎ করে টাকার প্রয়োজন পড়লে সঙ্গে ATM কার্ড না থাকার কারনে মুশকিলে পরতে হয় অনেককে। তবে এবার সেই মুশকিলের হবে অবসান। কারণ এবার AtM কার্ড ছাড়াই তোলা যাবে টাকা তাও আবার ATM মেশিন থেকে।
বিশ্বের বিভিন্ন উন্নত দেশে গুলোতে এই নিয়ম বা পদ্ধতি আগে থেকেই রয়েছে। সেখানে চাইলে যে কেউই ATM কার্ড ছাড়া ATM মেশিন থেকে টাকা তুলতে পারেন। তবে এবার সেই বিশেষ পদ্ধতি চালু হয়ে গেল আমাদের দেশেও। কী সেই পদ্ধতি অবিলম্বে জেনে নিন।
ATM কার্ড ছাড়াই ATM মেশিন থেকে টাকা তোলার উপায়ঃ
১) কার্ড ছাড়া ATM মেশিন থেকে টাকা তুলতে হলে আপনার কাছে এক্ষেত্রে UPI পেমেন্ট অনলাইন ব্যবস্থা থাকতে হবে।
২) প্রথমে ATM গিয়ে withdraw cash এই অপশনটি বেছে নিন। এরপর ATM মেশিনে UPI অপশন রয়েছে সেটি সিলেক্ট করুন।
৩) UPI অপশন সিলেক্ট করার পরে ATM মেশিনে একটি QR code দেখাবে। সেই QR code ফোনের UPI অ্যাপ থেকে scan করে নিতে হবে।
৪) scan করা হয়ে গেলে এরপর ATM থেকে যত টাকা তুলবেন সেই টাকার পরিমাণ লিখুন। এরপর পরবর্তী স্টেপ।
৫) এবার UPI পিন Enter করুন ATM মেশিনে। তারপর process লেখাতে Click করলেই সঙ্গে সঙ্গে টাকা বেরিয়ে আসবে।
জানিয়ে দেই, UPI হলো পুরো ভারতের একটি পেমেন্ট গেটওয়ে সিস্টেম। UPI দিন দিন আরো উন্নতি হচ্ছে। সাথে উন্নতি হচ্ছে payment facility.
#আরো পড়ুনঃ ইলেকট্রিক বিল কমে হবে অর্ধেক, মিটারের পাশেই বসিয়ে দিন ৫০০ টাকার এই মেশিন