#টেক নিউজ ডেস্কঃ মধ্যবিত্ত পরিবারে বৈদ্যুতিক বিল একটি মাথা ব্যথার কারণ। ঘরে অপ্রয়োজনীয় কিছু না চালালেও মাসের শেষ দেখা যায় বৈদ্যুতিক বিল এসছে দ্বিগুণ। তাই অনেকেই এর থেকে নিস্তার পাওয়ার চেষ্টা করে থাকেন। এর জন্য কেউ কেউ গরম কালে লাইট ফ্যান এবং শীত কালে হিটার চালানো থেকে বিরত থাকেন বিদ্যুৎ বিল বাঁচাতে। কিন্তু এতেও কাজের কাজের কাজ কিছুই হয় না।
তবে এবার বিদ্যুৎ বিল নিয়ে আপনাকে আর চিন্তা করতে হবে না। মাত্র ৫০০ টাকার একটি ছোট্ট মেশিনের সহায়তায় বিদ্যুৎ বিল আসবে অর্ধেকের কম। শুধু মিটারের পাশেই রেখে দিতে উক্ত মেশেনটি। তাহলেই কাজ হয়ে যাবে।
কোথায় পাওয়া যাবে সেই মেশিন?
Amazon এ Wellberg Power Saver নামে মাত্র ৫০০ টাকায় ওই মেশেনটি বিক্রি হচ্ছে। সাথে রয়েছে ১০ দিনের return policy অর্থাৎ মেশিনটি কাজ না করলে আপনি তা আবার ফেরত দিতে পারেন। এবং বদলে আপনি আপনার পুরো ৫০০ টাকা ফেরত পেয়ে যাবেন। সাথে Wellberg Power Saver কোম্পানি দাবি করছে এই মেশিনটি ৪০ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করতে সক্ষম।
কিভাবে কাজ করে Wellberg Power Saver মেশিনটি?
কম্পানি দাবি করেছে, মেশিন টি অতিরিক্ত ইলেকট্রিক ফ্লো নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। পাশাপাশি ডিভাইসটি বৈদ্যুতিক প্যানেলের ক্যাপাসিট্যান্স এবং পাওয়ার সার্জকে ঠান্ডা করতে সাহায্য করে। আর এর ফলে ই ৪০ শতাংশ বিদ্যুৎ বিল সাশ্রয় হবে আপনার। শুধু তাই নয়, কম্পানি দাবি করেছে, ডিভাইসটি অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহ এবং কম বিদ্যুৎ প্রবাহকে নিয়ন্ত্রণ করে আপনার পুরো বাড়িকে রক্ষা করবে।
#আরো পড়ুনঃ শীত পড়তেই রোজ শিম কিনছেন, নিয়মিত শিম খেলে কি হয় জানেন?