#অফবিট নিউজ ডেস্কঃ ভারতীয় রেল হলো বিশ্বের মধ্যে দ্বিতীয় সর্ববৃহৎ রেল ব্যবস্থা। প্রতিদিন লাখ লাখ মানুষ যাতায়াত করেন এ রেলে চড়ে। সাথে কতো কোটি কোটি মানুষের জীবিকাই না নির্ভর করে আছে এ রেল ব্যবস্থার উপরে। ঠিক তেমনি ভারতীয় রেল যেমন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রেল ব্যবস্থা, ভারতে স্টেশন বা প্ল্যাটফর্ম সংখ্যাও কম নয়।
তেমনি অনেক স্টেশন রয়েছে যেগুলো নাম উচ্চারণ করা খুবই কঠিন। এমনকি এই রেল স্টেশন গুলোর নাম উচ্চারণ করতে গিয়ে দাঁত ভেঙে যেতে পারে যে কারো।
সবচেয়ে অদ্ভুত ও উচ্চারণে কঠিন ৫ রেল স্টেশনের নামঃ
১) ফাফুন্ড রেলওয়ে স্টেশন– ইংরেজিতে যার নামের বানান ‘Phaphundu’। এই রেল স্টেশনটি উত্তর প্রদেশের আউরাইয়া জেলায় অবস্থিত। এই রেল স্টেশনটি নির্মিত হয়েছিল ব্রিটিশ আমলে।
২) টিটওয়ালা রেলস্টেশন– ইংরেজিতে এ রেল স্টেশনের নামের বানান দাঁড়ায় Titvala। এই রেল স্টেশনটি মুম্বাই শহরতলির রেলওয়ে নেটওয়ার্কের সেন্ট্রাল লাইনের একটি রেলওয়ে স্টেশন। এর নাম উচ্চারণে বেশ কঠিন।
৩) লেন্ডি খানা রেলওয়ে স্টেশন– এ রেল স্টেশনটি ব্রিটিশ শাসনামলে 1926 সালের 23 এপ্রিল নির্মাণ হয়েছিল। যার ইংরেজি নামের বানান, Landikhana। জানা যায়, 1930 দশকে ভারত ও আফগান সীমান্তে অবস্থিত ছিল লেন্ডি খানা নামে এই স্টেশনটি।
৪) হালকাট্টা রেলওয়ে স্টেশন– এই রেল স্টেশনটি কর্ণাটক রাজ্যের ওয়াদি শহরে অবস্থিত। গুগলে এই রেলওয়ে স্টেশনের সমন্ধে অনেক রিভিউ রয়েছে।
৫) কোমাগাটা মারু বজ বজ রেল স্টেশন– যার ইংরেজি নামের বানান Komagata maru buzz buzz। এই রেল স্টেশনটি দক্ষিণ 24 পরগণা জেলার বজ বাজের স্থানীয় এলাকায় অবস্থিত। এই স্টেশনের নাম পড়তে গিয়ে কথা আটকে যায় অনেকের।
#আরো পড়ুনঃ ভারতের সবচেয়ে নোংরা ৮ স্টেশন, যেখানে গেলে উঠে আসবে অন্নপ্রাশনের ভাত!