#নিউজ ডেস্কঃ একাউন্ট বন্ধ হয়ে যাওয়া কিংবা একাউন্ট আপডেটের জন্য ব্যাংকে গেলে সর্বদা একটি Form দেওয়া হয় উক্ত গ্রাহকদের। যেই form কে বলা হয় KYC Form. আর এই form টি fill up করে জমা দিলেই ৪৮ ঘন্টার ভিতরে চালু হয়ে যায় বন্ধ ব্যাংক একাউন্টটি। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই kyc form এর full form কি? কেন এটি এটি করা জরুরি?
RBI রুলস বলে, একাউন্ট বন্ধ হয়ে যাওয়া কিংবা একাউন্ট আপডেটের জন্য, প্রতিটা ব্যাংক গ্রাহককেই এই KYC Form পূরণ করতে হয় তাদের নিজেদের ব্যাংক একাউন্টের সমস্ত তথ্য দিয়ে। যেমন একাউন্ট নাম্বার, ব্যাংক একাউন্ট হোল্ডার নেম, আধার কার্ডের নাম্বার এবং প্যান কার্ডের নাম্বার সহ আরো ইত্যাদি। কিন্তু কেন এটি করা জরুরি? RBI রুলস বলে, KYC এর মাধ্যমে একজন ব্যক্তির সমস্ত তথ্য যাচাই করা হয় পুনরায়। আর এ KYC করার মূল উদ্দেশ্য হলো প্রতারণার হাত থেকে ব্যাংকে বাঁচানো।
KYC এর full form কি?
KYC এর full form হচ্ছে Know you castomar/ Client. অর্থাৎ গ্রাহককে জানা। এই KYC এর অধীনে একজন গ্রাহকের বয়স, পরিচয়, এবং ঠিকানা যাচাই করা হয়।
#আরো পড়ুনঃ আর ছুটে যেতে হবে না সেন্টারে, এবার WhatsApp এর মাধ্যমেই হবে LIC’র ১১ কাজ, বড় আপডেট দিল সংস্থা