Friday, November 22, 2024

সর্বকালের সেরা ৫টি স্কিন কেয়ারের রুটিন, ফলো করলেই হাতেনাতে ফলাফল

#লাইফস্টাইল ডেস্কঃ শীত কালে ত্বকের চাই এক্সট্রা কেয়ার। কারণ শীত কালে ত্বক হয়ে যায় রুক্ষ-শুষ্ক। সৌন্দর্য বিলিন হয়ে যায় ত্বক থেকে এমনকি প্রাণহীন হয়ে পরে ত্বক। তাই শীতকালে ত্বকের উজ্জলতা পুনরায় ফিরে পেতে হলে মেনে চলুন নিচের ৫ টি টিপস্।

শীতকালে ত্বকের যত্ন নিতে মেনে চলুন এ নিয়ম গুলোঃ 

) ত্বকে সবসময় একটু হালকা পণ্য ব্যবহার করুন। অনেকে আছেন যারা ভিন্ন ভিন্ন পণ্য ত্বকে ব্যবহার করে থাকেন। এটি কখনো করা উচিত নয় বলে সুপারিশ করেন ত্বক বিশেষজ্ঞরা।

) লেয়ার ত্বকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ সিরাম হলো একটি অ্যান্টি-এজিং এজেন্ট। এটি খুবই পাতলা হয়ে থাকে। তাই ত্বকে এটি অনায়াসেই ব্যবহার করা যেতে পারে।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

) ত্বকে আদ্রতা বজায় রাখতে হলে ত্বকে ময়েশ্চারাইজার পণ্য ব্যবহার করুন। এটি ত্বকের P.H লেবেল ঠিক রাখে। বিশেষজ্ঞরা বলছেন, যাদের তৈলাক্ত ত্বক তাদের জল ভিত্তিক ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত।

) গ্রীষ্ম, বর্ষা কিংবা শীত ত্বক ঠিক রাখতে সবসময় ত্বকে সানস্ক্রিম ব্যবহার করা উচিত। কারণ সানস্ক্রিম ধূলোবালি জমতে দেয় না ত্বকে। তাই একটি ভালো সানস্ক্রিম ত্বকে উজ্জ্বলতা ফিরিয়ে আনতে পারে এই শীতকালে।

) কম খরচের কথা মাথায় থাকলে,ত্বকে ভ্যাসলিন লাগাতে পারেন। এটিও খুব ভালো ময়েশ্চারাইজারের কাজ করে। সাধারণত মধ্যবিত্তদের ত্বকের যত্নে এটিই সেরা বলে গণ্য।

#আরো পড়ুনঃ শুধু খাওয়ার জন্য নয়, এবার কলা দিয়েই দূর সমস্ত মুখের সব ব্রন, জানুন ব্যবহারের পদ্ধতি

আপনার জন্য
WhatsApp Logo