Saturday, December 21, 2024

৬ কিলোমিটারের রাস্তার জন্য ৩২ লক্ষ টাকা চার্জ যুবককে, Uber-এর কান্ড দেখে হতবাক নেটিজেনরা

ব্রিটেনের বাসিন্দা ৩২ বছর বয়সী অলিভার কাপলান। কয়েকদিন আগেই অফিস থেকে পাবে যাওয়ার জন্য বুক করেছিলেন একটি উবার ক্যাব। কাপলানার অফিস থেকে সেই পাবের দুরত্ব ছিল মাত্র ৬ কিলোমিটার। সেই পাবেই ড্রিঙ্কস নিয়ে কাপলানার জন্য অপেক্ষা করছিলেন তার বন্ধুরা।

পাবে ড্রিঙ্কস পার্টির আয়োজন করেছিলেন কাপলান নিজেই। তাই তিনি দ্রুত উবার বুক করেন। এরপর সেই উবার এসে পৌঁছলে তাতে উঠে গন্তব্যে পৌঁছান তিনি। কিন্তু পরে ক্রেডিট কার্ডের বিল চেক করতে গিয়ে চোখ কপালে উঠে যায় কাপলানার। তিনি দেখেন মাত্র ৬ কিলোমিটারের রাস্তার জন্য তার একাউন্ট থেকে কেটে নেওয়া হয়েছে ৩২ লক্ষ টাকা।

কাপলান জানিয়েছেন, সেদিন বন্ধুদের সাথে ধুম পার্টি করে বাড়ি ফেরেন তিনি। এরপর সকালে উঠে ক্রেডিট কার্ডের বিল চেক করেন। দেখেন ৬ কিলোমিটারের জন্য তাকে ৩২ লক্ষ টাকা চার্জ করেছে উবার। এ গোটা ঘটনা নিজের সোশ্যাল মিডিয়া একাউন্টে সেয়ার করেন কাপলান। পাশাপাশি তিনি অভিযোগ জানিয়েছেন উবার সংস্থাতেও।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

সোশ্যাল মিডিয়াতে উবারের এমন কান্ড দেখে হতবাক হয়ে গিয়েছে অনেকে। ভাইরাল হয়েছে সেই বিলের একটি স্কিনশট (screenshot)। যদিও উবারের পক্ষ থেকে এ বিষয়ে পরে বলা হয়, একটি ভুলের কারণে ম্যানচেস্টারের ড্রপ-অফ অবস্থানে সেট করা ছিল উবারের মিটার। কিন্তু মিটারে দেখিয়েছিল কাপলান নেমেছেন অস্ট্রেলিয়ার ম্যানচেস্টারে।

উবার সংস্থার পক্ষ থেকে আরো বলা হয়, ৬ কিলোমিটার রাস্তার ভাড়া বাদে বাকি টাকা ফিরিয়ে দেওয়া হবে কাপলানাকে।

জানা গেছে, ঘটনার দুদিন পরেই কাপলানার কাছে একটি নতুন সংশোধনীয় বিল পাঠায় উবার। যেখানে লেখা ছিল ৯০০ টাকা ভাড়া ৬ কিলোমিটারের রাস্তার জন্য।

#আরো পড়ুনঃ স্নান করার সময় ছোট্ট একটি ভুল, চিরতরে দৃষ্টিশক্তি হারিয়ে ফেললেন মহিলা, এখন উপদেশ দিচ্ছেন অন্যদের

আপনার জন্য
WhatsApp Logo