সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে একটি ছবি। যে ছবিতে দেখা যাচ্ছে ১ থেকে ১৫ অব্দি ইংরেজিতে সংখ্যা লেখা। তবে মজার বিষয়টি হলো ছবিটির উপরের লেখা। যেখানে বলা হয়েছে ‘আপনি কি ভুল খুঁজতে পারবেন? (Can you find the mistake)?
স্বাভাবিক দৃষ্টিতে দেখলে ছবির মধ্যে কোন প্রকার কোন ভুল নেই মনে হতে পারে। can you find the mistake লেখাতে কোন প্রকার কোন ভুল নেই। না ১ থেকে ১৫ অবদি লেখা সংখ্যায় কোন ভুল রয়েছে। তাহলে ভুলটা কোথায়? কিন্তু জানিয়ে দেই, ছবিতে একটি ছোট্ট ভুল রয়েছে যা কিনা খুঁজে পাবেন শুধু মাত্র জিনিয়াস ব্যক্তিরা।
আপনি কি পেরেছেন ভুল খুঁজে পেতে?
আপনি কি পেরেছেন ছবির মধ্যে কোন ভুল ধরতে? যদি না পেরে থাকেন তাহলে নিচে দেওয়া আরেকটি ছবি লক্ষ করুন
দেখুন আট লেখা সংখ্যাটিকে। সংখ্যাটির উপরের বৃত্ত এবং নিচের বৃত্তের মধ্যে ছোট্ট তফাত রয়েছে। উপরের বৃত্তটি বড় এবং নিচের বৃত্তের সাইট ছোট। এখানে আট সংখাটি উল্টো করে লেখা হয়েছে। তাই নীচের বৃত্ত ছোট এবং উপরের বৃত্তটি বড়।
#আরো পড়ুনঃ ঘরে থাকা ভ্যাম্পায়ার খুঁজে বের করুন ৯ সেকেন্ডের মধ্যে, কেবল চালক-চতুর লোকেরাই পারবেন খুঁজে বের করতে