Saturday, December 21, 2024

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফোন নম্বর জানেন? সরাসরি কথা বলতে চান তার সাথে? রইলো বিস্তারিত

How-to-talk-to-Modi-on-the-phone

#নিউজ ডেস্কঃ বিশ্বের তাবড় তাবড় নেতাদের মধ্যে অন্যতম একজন হলেন ভারতের প্রধানমন্ত্রী শ্রী ‘নরেন্দ্র মোদী’। পুরো নাম “নরেন্দ্র দামোদর দাস মোদী’ (Narendra damodardas Modi)। যেই নেতার ভয়ে পাকিস্তান থেকে স্বয়ং চায়না পর্যন্ত কাঁপে। টুইটারে (Twitter) তার ফলোয়ার নেহাত কম নয়, ৮৯ মিলিয়নেরও বেশি ফলোয়ার (Follower) রয়েছে নরেন্দ্র মোদীর। মোদী তার সোশ্যাল মিডিয়া (Social media) হ্যান্ডেল গুলিতে বেশ সক্রিয়। কারণ, মোদী সবার অভিযোগ সবার মতামত এবং সবার সমস্যার কথা শুনতে চাঁন তিনি। এমন অবস্থায় আপনিও প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করতে পারেন। জানাতে পারেন আপনার সমস্যা ও মতামতের কথা।

|কী ভাবে যোগাযোগ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে?

মোদীর ফোন এবং ফ্যাক্স নম্বরঃ
PMO: +91-11-23012312
PMO: +91-11-23012312
ফ্যাক্স: +91-11-23019545, 23016857
হেল্পলাইন: +91-1800-110-031
ফ্যাক্স: +91-11-23019545, 23016857
হেল্পলাইন: +91-1800-110-031

ফেসবুক, টুইটার  এবং ইনস্টাগ্রাম একাউন্টঃ

https://facebook.com/narendramodi
https://twitter.com/narendramodi
https://instagram.com/narendramodi

ইমেইল ঠিকানাঃ
connect@mygov.nic.in
narendramodi1234@gmail.com
চিঠি পাঠান এই ঠিকানায়ঃ
প্রধানমন্ত্রীর কার্যালয়, সাউথ ব্লক, নিউ দিল্লি, পিন কোড – 110011

এছাড়াও আপনি যদি চিঠি সরাসরি হাতে পৌঁছে দিতে চান তাহলে সাউথ ব্লক, নয়াদিল্লিতে পিএমও ডাক কাউন্টারে যোগযোগ করুন।
আপনার জন্য
WhatsApp Logo