#নিউজ ডেস্কঃ হজ পালনের অদম্য ইচ্ছা। তাই একবারে পায়ে হেঁটে ব্রিটেন (British) থেকে সৌদি আরবের মক্কায় (Mecca) পৌঁছেছেন ইরাকি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক আদম মোহাম্মদ। জানা যায়, গত বছরের আগষ্ট (August) মাসে হজ পালনের জন্য বাড়ি থেকে বেড়িয়েছিলেন তিনি। আর এ যাত্রা পথে মোহাম্মদ প্রায় ৬ হাজার কিলোমিটার (Kilometers) পথ পাড়ি দিয়ে সৌদি আরবের মক্কায় পৌঁছান।
সৌদি গেজেটের একটি প্রতিবেদন অনুযায়ী, মোহাম্মদের এই পথকে বলা হচ্ছে ‘শান্তির যাত্রা। মোহাম্মদ ব্রিটেন (Britain) থেকে সাড়ে ৬ হাজার কিলোমিটার পথ হেঁটে নেদারল্যান্ডস, জার্মানি, চেক প্রজাতন্ত্র, হাঙ্গেরি, রোমানিয়া সহ ৯ টি দেশ অতিক্রম করে সৌদিতে পৌঁছেছেন। আর এর জন্য তার সময় লেগেছে ১০ মাস (Month) ২৬ দিন। এরই সাথে মক্কায় হজ পালন করতে আসা অন্যান্য হজ যাত্রীরাও মোহাম্মদকে এতো দীর্ঘ পথ পাড়ি দিয়ে এখানে আসার জন্য তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। অন্যদিকে উষ্ণ অভ্যর্থনা পেয়ে আনন্দ এবং কৃতজ্ঞতায় আবেগে অভিভূত মোহাম্মদাও।
এক সাক্ষাৎকারে মোহাম্মদ বলেন, আমার ভেতরের একটি শক্তিশালী কণ্ঠ আমাকে বাড়ি থেকে হেঁটে মক্কা যেতে বলছিল। আর আমি সেই আহ্বান উপেক্ষা করতে পারিনি। কারণ সেই কণ্ঠটি আমার ভেতরে আগ্নেয়গিরির মতো জ্বলছিল।