#নিউজ ডেস্কঃ মেয়েকে শশুর বাড়ী পাঠানোর আগে তার বিদায় বেলায় এক বিশেষ পন্থার মাধ্যমে মেয়েকে মন ভরে আশির্বাদ করেন বাবা। মেয়ের গায়ে ও স্তনে থুতু ছিটিয়ে মাথা ন্যাড়া করে এরপর শশুর বাড়ির দিকে রওনা করিয়ে দেন বাবা। এমনই এক আজব রীতি রয়েছে কেনিয়া এবং তানজানিয়ার মসাই উপজাতিদের মধ্যে।
শতাব্দীর পর শতাব্দী ধরে মসাই উপজাতিদের মধ্যে চলে আসছে এ নিয়ম। এ সময় বাবা তার কন্যার স্তনে থুতু দিলে সেই কন্যাও এটিকে পিতার বিশেষ আশীর্বাদ মনে করে গ্ৰহন করে থাকে।
শুধু তাই নয়, এ উপজাতির মেয়েদের যখন বিয়ে দেওয়া হয় তখন ছেলের বাড়ি থেকে পণ এসে পৌঁছালে ন্যাড়া করে ফেলা হয় মেয়েদের মাথা। এরপর ওই ন্যাড়া মাথা নিয়ে আশীর্বাদের জন্য পায়ে পড়তে হয় বয়স্কদের। এরপর তাঁরাও ওই মেয়ের মাথায় থুতু দেওয়ার পাশাপাশি তার স্তন ও শরীরে থুতু দিয়ে থাকেন। প্রবীণরা মনে করেন, এটি অত্যন্ত শুভ কাজ তাদের মেয়ের জন্য। এছাড়াও রয়েছে আরও নিয়ম।
মাসাই সম্প্রদায়ের লোকেরা মনে করেন থুতু দেওয়া একটি সম্মানজনক কাজ। এ জন্য বাড়িতে কোন অতিথি আসলে তার হাতেও থুতু দিয়ে স্বাগত জানান তাঁরা। এছাড়াও মেয়েদের বিদায় বেলায় শ্বশুর বাড়িতে যাওয়ার সময় মেয়ের মাথায় ও স্তনে থুতু দেওয়া হলে মেয়েকে আর পিছনে ফিরে তাকাতে হয় না। যদি কনে পিছন ফিরে তাকায় তাহলে সে পাথর হয়ে যাবে বলে মনে করেন তাঁরা।