মাধ্যমিক পাশ যোগ্যতা, রেলের চাকা তৈরির ফ্যাক্টরিতে কর্মী নিয়োগ! আবেদন পদ্ধতি জেনে নিন

রেলের চাকা নির্মাণ ফ্যাক্টরিতে কর্মী নিয়োগ হচ্ছে (Rail Wheel Factory Recruitment 2025)। পশ্চিমবঙ্গের যে সমস্ত চাকরি প্রার্থীরা ভারতীয় রেলে চাকরি করার স্বপ্ন দেখছেন তাদের জন্য এটি একটি বড় সুয়োগ। রেলের তরফ থেকে মাধ্যমিক পাশ যোগ্যতা’তে চাকা তৈরির ফ্যাক্টরিতে শিক্ষানবিশ পদে নিয়োগ করা হবে কর্মী। তাই আগ্রহী প্রার্থীরা আমাদের এই প্রতিবেদনটি থেকে জেনে নিন বিস্তারিত তথ্য সহ আরও যাবতীয় সব কিছু।

 

পদের নাম:

এখানে পদ গুলোতে কর্মী নিয়োগ হবে তার নাম গুলো হচ্ছে:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

১) Fitter

২) Machinist

৩) Mechanic (Motor Vehicle)

৪) Turner

৫) CNC Programming cumoperator (COE Group)

৬) Electrician

৭) Electronic Mechanic

শূন্যপদ:

উক্ত এই পদে মোট শূন্যপদ সংখ্যা রয়েছে ১৯২ টি।

শিক্ষাগত যোগ্যতা:

আবেদনকারীরা এখানে মাধ্যমিকে ৫০ শতাংশ নম্বর ( 10th pass) এবং ITI এর মতো NTC অথবা NCVT ট্রেড সার্টিফিকেট থাকলেই আবেদন করতে পারবেন।

মাসিক বেতন:

যারা যারা এখানে প্রশিক্ষণ নেবেন তাদের প্রশিক্ষণ চলাকালীন মাসিক স্টাইপেন ১০,০০০/- টাকা থেকে ১২,০০০/- টাকা প্রতিমাসে দেওয়া হবে।

নিয়োগ প্রক্রিয়া:

অফিশিয়াল বিজ্ঞপ্তির তথ্য অনুসারে রেলের উল্লেখিত এই পদে আবেদনকারীদের মাধ্যমিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে একটি মেরিট লিস্ট জারি করা হবে এবং সেই লিস্টের ভিত্তিতে নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ:

ইচ্ছুক ও আগ্রহী প্রার্থীদেরকে অফলাইনে আবেদন করতে হবে। এরজন্য নিচে দেওয়া উক্ত ঠিকানায় আবেদন পদ্ধতি পঠিত আবেদন করতে হবে।

আবেদন মূল্য:

SC/SC/PwBD প্রার্থীদের আবেদন মূল্য দিতে হবে না। তবে জেনারেল এবং OBC প্রার্থীদের ১০০/- টাকা আবেদন ফ্রি দিতে হবে।‌

আবেদন করার শেষ তারিখ: ১/৫/২০২৫

আবেদন পত্র পাঠানোর ঠিকানা: General Manager’s Office, Rail Wheel Factory, Yelahanka, Bangalore – 560064

Download official notification 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment