মাসিক ১৫০০০ টাকা বেতনে এবং প্রচুর সংখ্যক শূন্য পদে চাকরি খালি রয়েছে ইন্ডিয়ান ওভারসিস ব্যাংকে (Indian Overseas Bank Recruitment). পশ্চিমবঙ্গের যে সমস্ত চাকরির প্রার্থীরা ব্যাংকে চাকরি করার স্বপ্ন দেখেন,তাদের জন্য চাকরির এটি একটি সুবর্ণ সুযোগ। নিম্নে এসম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হলো।
পদের নাম:
ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকে মোট ৭৫০টি শূন্য পদে অ্যাপ্রেন্টিস হিসেবে কর্মী নিয়োগ করা হবে।।
মাসিক বেতন:
লোকেশন অনুযায়ী এখানে অ্যাপ্রেন্টিসদের বেতন আলাদা রাখা হয়েছে।
১) যারা মেট্রো সিটিতে সুযোগ পাবেন তাদের মাসিক ১৫,০০০ টাকা /
২) যারা আরবান এরিয়ায় সুযোগ পাবেন তাদের ১২,০০০/ টাকা এবং
৩) যাদের সেমি আরবান বা রুরাল এরিয়ায় নিয়োগ করা হবে তারা মাসিক ১০,০০০ টাকা/ স্টাইপেন্ড দেওয়া হবে।।
শিক্ষাগত যোগ্যতা:
শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে আবেদন জানানোর জন্য প্রার্থীদের যেকোনো বিষয়ে স্নাতক পাস অর্থাৎ গ্রাজুয়েট হতে হবে। সেইসঙ্গে আবেদনকারী প্রার্থীদের কিন্তু অবশ্যই ন্যাশনাল অ্যাপ্রেন্টিস ট্রেইনিং স্কিমে (NATS) রেজিস্টার করা থাকতে হবে।
বয়সসীমা:
ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের উক্ত পদে আবেদন জানানোর জন্য প্রার্থীদের বয়সসীমা রাখা হয়েছে ২০-২৮ বছর। এছাড়াও সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।
নিয়োগ প্রক্রিয়া:
আবেদনকারী প্রার্থীদের ১০০ নম্বরের একটি অনলাইন লিখিত পরীক্ষা এবং লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্টের ভিত্তিতে বাছাই করে নিয়োগ করা হবে। পরীক্ষা সিলেবাস সম্পর্কে বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি ৮ নম্বর পৃষ্ঠা দেখতে পারেন।
আবেদন পদ্ধতি :
প্রার্থীদের অনলাইন আবেদন জানাতে হবে। কিভাবে অনলাইন জানাতে হবে এবং অনলাইন আবেদন জানানোর সময় কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে- সেই সমস্ত কিছুই অফিসিয়াল বিজ্ঞপ্তি ৯ এবং ১০ নম্বর পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে। তাই সেগুলো অবশ্যই পড়ে নেবেন।
আরো পড়ুন: IDBI ব্যাংকে কর্মী নিয়োগ
আবেদন মূল্য:
PwBD প্রার্থীদের ৪৭২/,
Female / SC / ST প্রার্থীদের ৭০৮/ এবং
GEN / OBC / EWS প্রার্থীদের ৯৪৪/ টাকা আবেদন মূল্য হিসেবে দিতে হবে।
আবেদন করুন: Apply Now
আবেদনের শেষ তারিখ : মার্চ মাসের ৯ তারিখ পর্যন্ত অনলাইন আবেদন প্রক্রিয়া চলবে