ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে গোটা দেশজুড়ে, কয়েক হাজার শূন্যপদে অ্যাপ্রেন্টিস নিয়োগ (union Bank recruitment 2025) করা শুরু হয়েছে। দেশের অন্যান্য রাজ্য সহ পশ্চিমবঙ্গের জন্যেও বেশ কিছু শূন্য পদ খালি রয়েছে উক্ত পদের জন্য। পশ্চিমবঙ্গের যে সকল চাকরি প্রার্থীরা ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মতো একটি নামকরা ব্যাংকে চাকরি করতে ইচ্ছুক, তারা আজকের এই চাকরির খবরটি বিস্তারিত পড়ে দেখতে পারেন।
পদের নাম:
ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ার তরফে গোটা দেশ জুড়ে অ্যাপ্রেন্টিস নিয়োগ হবে।
শূন্যপদ সংখ্যা:
গোটা দেশজুড়ে ২৬৯১ জন অ্যাপ্রেন্টিস করা নিয়োগ হবে। এরমধ্যেই পশ্চিমবঙ্গের জন্য ৭৮টি শূন্যপদ খালি রয়েছে।
মাসিক বেতন:
ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ায় যারা অ্যাপ্রেন্টিস হিসেবে সুযোগ পাবেন তারা মাসিক ১৫,০০০/টাকা স্টাইপেন্ড পাবেন।
শিক্ষাগত যোগ্যতা:
ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়ায় অ্যাপ্রেন্টিস পদের জন্য আবেদন করতে চান তাদের অবশ্যই স্নাতক পাস শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে।
বয়সসীমা:
আবেদন করতে প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ২৮ বছর। এছাড়াও সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ছাড় থাকবে।
আবেদন পদ্ধতি:
প্রার্থীদের অনলাইন আবেদন জানাতে বলা হয়েছে। অফিশিয়াল বিজ্ঞপ্তির চার নম্বর পৃষ্ঠায় অনলাইন আবেদন সম্পর্কিত যাবতীয় গাইড লাইন দেওয়া হয়েছে,তাই সেগুলো অবশ্যই পড়ে নেবেন।নিচে অনলাইন আবেদনের লিংক দেওয়া হলো, সেখানে ক্লিক করে আপনারা খুব সহজেই অনলাইন আবেদন জানাতে পারেন।
আবেদনের শেষ তারিখ: ১৯/০৩/২০২৫
নিয়োগ প্রক্রিয়া:
অনলাইন লিখিত পরীক্ষা, ল্যাঙ্গুয়েজ টেস্ট এবং মেডিক্যাল টেস্টের ভিত্তিতে প্রার্থী বাছাই করে নিয়োগ করা হবে।
আবেদন মূল্য:
General/OBC – 800/- টাকা+ GST
SC/ST/ female – 600/- টাকা+ GST
আবেদন করুন: Apply Now
Download official notification
বিঃদ্রঃ যারা যারা ইউনিয়ন ব্যাংকের বক্তব্য পদে আবেদন করেছেন তারা পরবর্তীতে যে কোন প্রকার আপডেটের জন্য এখানে নজর রাখুন ( CLICK HERE)