BOB recruitment 2025: ৪ হাজার শূন্যপদ, ব্যাঙ্ক অফ বরোদাতে প্রশিক্ষণ দিয়ে কর্মী নিয়োগ! জানুন বিস্তারিত

যে সমস্ত চাকরি-প্রার্থীরা ব্যাংকে চাকরির করার স্বপ্ন দেখছেন তাদের জন্য আজকের এই প্রতিবেদনটি খুবই গুরুত্বপূর্ণ। কেননা দেশের অন্যতম একটি নাম করা সনামধর্মী ব্যাংক ( Bank of Baroda recruitment 2025) ব্যাঙ্ক অফ বরোদা তাদের শিক্ষা শিক্ষানবিশ পদের জন্য দেশ জুড়ে বিপুল পরিমাণে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে। যেখানে প্রশিক্ষণ নিয়ে পশ্চিমবঙ্গ তথা ভারতের যেকোনো চাকরি-প্রার্থীরা তাদের ব্যাংকে চাকরি করার স্বপ্ন পূরণ করতে পারবেন। চলুন দেরী না করে জেনে নিন বিস্তারিত তথ্য।

 

 

পদের নাম:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এখানে ব্যাঙ্ক অফ বরোদা তে যে পদে কর্মী নিয়োগ করা হবে তার নাম হচ্ছে Apprentice তথা শিক্ষানবিশ পদ।

শূন্যপদ সংখ্যা:

ভারতের প্রায় প্রতিটা রাজ্য মিলিয়ে মোট শূন্যপদ সংখ্যা হচ্ছে ৪ হাজার। যার মধ্যে পশ্চিমবঙ্গে শূন্যপদ সংখ্যা রয়েছে ১৫৩ টি।

Bank of Baroda Apprentice post details

শিক্ষাগত যোগ্যতা:

আবেদনকারীরা দেশের যেকোন স্বীকৃতি প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রী অর্জন করা থাকলেই ব্যাঙ্ক অফ বরোদার Apprentice পদের জন্য আবেদন জানাতে পারবেন।

 

বয়সসীমা:

উক্ত পদে ব্যাঙ্ক অফ বরোদার তরফ থেকে এখানে আবেদনকারীদের বয়সসীমা চাওয়া হয়েছে ২০ থেকে ২৮ বছরের মধ্যে। তবে ST/SC/OBC প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।

নিয়োগ প্রক্রিয়া:

তথ্য অনুসারে এখানে ৩ টি ধাপে নিয়োগ করা হবে।

১) লিখিত পরীক্ষা।

২) ইন্টারভিউ

৩) ডকুমেন্ট ভেরিফিকেশন।

মাসিক বেতন:

যারা এখানে উত্তীর্ণ হবেন তাদের প্রতিমাসে স্টাইপেন বাবদ ১২,০০০/- টাকা থেকে ১৫,০০০/- টাকা দেওয়া হবে।

আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ:

আবেদনকারীদের প্রথমে নিচে দেওয়া লিংকে ক্লিক করতে হবে। এরপর মোবাইল ফোনটি landscape mode করে নিতে হবে। তারপর new registration অপশন ক্লিক করে একটি একাউন্ট তৈরি করতে। এর I’d এবং password দিয়ে পেজটি লগইন করতে হবে। এরপর উক্ত পদের জন্য আবেদন করে দিতে হবে।

 

আবেদন মূল্য: 

ST/SC – 600/- টাকা।

General/ OBC – 800/- টাকা।

আবেদন করুন: Apply Now

আবেদন করার শেষ তারিখ: ১১/০৩/২০২৫

Download official notification

বিঃদ্রঃ – যারা যারা ব্যাঙ্ক অফ বরোদা উক্ত পদে আবেদন করেছেন। তাঁরা পরবর্তীতে যে কোন প্রকার আপডেটের জন্য এখানে নজর রাখবেন ( Click Here) 

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Comment