আপনার কি মাধ্যমিক পাস যোগ্যতা? তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। সম্প্রতি CISF তথা Central Industrial Security Force এর তরফ থেকে প্রচুর শূন্য পদে কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে পশ্চিমবঙ্গের যেকোন জেলার মাধ্যমিক পাস করা ব্যক্তির এখানে আবেদন করতে পারবেন। চলুন এই বিষয়ে জেনে নিন বিস্তারিত।
পদের নাম:
এখানে CISF এর যে পদে নিয়োগ হবে তার নাম হচ্ছে constable driver এবং Constable driver’s cum pump পদে নিয়োগ করা হবে।
শূন্যপদ সংখ্যা:
• constable driver – এখানে ৮৮৫ টি শূন্য পদ।
• Constable driver’s cum pump – এখানে ২৭৯ টি শূন্যপদ সংখ্যা জারি করা হয়েছে।
শিক্ষাগত যোগ্যতা:
আবেদনকারীদের এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ন্যূনতম মাধ্যমিক পাস এবং সাথে ভারী যানবাহন আথবা হালকা যানবাহন চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
বয়সসীমা:
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে ২১ থেকে ২৭ বছর বয়সী প্রার্থীরা আবেদন করতে পারবেন। এছাড়াও ST/SC/OBC প্রার্থীরা ৩ থেকে ৫ বছরের বয়সের ছাড় পাবেন।
মাসিক বেতন:
এখানে যারা চাকরি পাবে না তাদের মাসিক বেতন এ লেবেল ৩ অনুযায়ী বেতন দেওয়া হবে। অর্থাৎ প্রতিমাসে ২১,৭০০/- টাকা থেকে ৬৯,০০০/- টাকা।
নিয়োগ প্রক্রিয়া:
অফিসার বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে লিখিত পরীক্ষা, ফিজিক্যাল টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ:
ইচ্ছুক ও যোগ্য প্রার্থীদের নিচে দেওয়া লিংকে ক্লিক করে এরপর রেজিস্ট্রেশন/ একটি একাউন্ট তৈরি করে CISF এর উক্ত পদের জন্য আবেদন করে দিতে হবে।
আবেদন করুন: Apply Now
Download official notification
আবেদন করার শেষ তারিখ: ৪/৩/২০২৫
বিঃদ্রঃ – যারা যারা CISF এর উক্ত পদে আবেদন করবেন তারা পরবর্তীতে যে কোন প্রকার আপডেট পাওয়ার জন্য এখানে নজর রাখবেন ( VISIT HERE)