Wednesday, February 5, 2025

সরাসরি ইন্টারভিউ দিয়ে চাকরি! কলকাতার নামকরা call সেন্টারে কর্মী নিয়োগ! যোগ্যতা উচ্চমাধ্যমিক পাশ

পশ্চিমবঙ্গের যে সমস্ত চাকরি-প্রার্থীরা উচ্চমাধ্যমিক পাশ কিংবা যাদের গ্রেজুয়েশন সার্টিফিকেট রয়েছে তাদের জন্য সুসংবাদ। সম্প্রতি কলকাতার একটি নামকরা BPO কোম্পানি তথা Concentrix এর তরফ থেকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তাই আপনি যদি বর্তমানে বেকার হয়ে থাকেন এবং কলকাতার মধ্যে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি খুঁজছেন তাহলে এখানে আবেদন করতে পারবেন। এছাড়া বিস্তারিত জানুন আমাদের এই প্রতিবেদনটি থেকে।

 

কোম্পানির নাম:

এখানে যে কোম্পানিতে কর্মী নিয়োগ হবে তার নাম হচ্ছে Concentrix (কনসেন্ট্রিক্স)

পদের নাম:

এখানে উক্ত পদের নামটি হচ্ছে Representative, Operations

শিক্ষাগত যোগ্যতা:

আবেদনকারীরা এখানে উচ্চমাধ্যমিক পাশ অথবা যে কোন স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন হলেই আবেদন করতে পারবেন। এছাড়াও থাকতে হবে কম্পিউটার নলেজ।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

কাজের ধরন:

Concentrix এর Representative হচ্ছে একটি Customer Service জব, যেখানে ইমেইল অথবা ফোন কল এবং চ্যাটের মাধ্যমে গ্রাহকদের পরিষেবা প্রদান করা।

 

মাসিক বেতন:

এখানে বয়স ১৮ বছরের উর্ধ্বে হলেই আবেদন করতে পারবেন।

মাসিক বেতন:

যারা এখানে চাকরি পাবেন তাদের প্রতি মাসে বেতন সাধারণত ১৬,০০০/- টাকা থেকে ২৫,০০০/- টাকার মধ্যে দেওয়া হবে। তবে এটি নির্ভর করছে, কর্মীর অভিজ্ঞতা, দক্ষতা এবং নির্দিষ্ট উপরে।

নিয়োগ প্রক্রিয়া:

কনসেন্ট্রিক্স অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে আবেদনকারীদের ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।

আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ:

ইচ্ছুক ও যোগ্য প্রার্থীদের নিচে দেওয়া আবেদন লিংকে ক্লিক করে এরপর নিজের CV/resume আপলোড করে এবং ফর্মে উপযুক্ত তথ্য দিয়ে সাবমিট করতে হবে। এরপর হোয়াটসঅ্যাপে তাদের ইন্টারভিউ লোকেসন পাঠানো হবে কনসেন্ট্রিক্স এর তরফ থেকে।

আবেদন করুন: Apply Now

আবেদন করার শেষ তারিখ: যতো তাড়াতাড়ি সম্ভব ( ASAP)

INDIA DAY30 Telegram

আপনার জন্য
WhatsApp Logo